Amitabh Bachchan's Birthday: অমিতাভের জন্মদিন, দাদুর সঙ্গে অদেখা ছবিতে নাতনি নভ্যা, ছবিতে নেই ঐশ্বর্য-অভিষেক!
1 মিনিটে পড়ুন Updated: 11 Oct 2023, 12:13 PM ISTনভ্যা নভেলির পোস্টে অমিতাভ বচ্চনের ডানদিকে তাঁর কাছে ঘেঁষে দাঁড়াতে দেখা যাচ্ছে দুই নাতনি নভ্যা ও আরাধ্যাকে। আর বাঁদিকে রয়েছেন স্ত্রী জয়া বচ্চন ও নাতি অগস্ত্য নন্দাকেও। নভ্যার পোস্ট করা এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে এই ছবিতে দেখা গেল না অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দাকে।
নভ্যার সঙ্গে অমিতাভ