পর্দায় এ যাবৎ তিনি পাশের বাড়ির মেয়ে। কখনও সাদামাঠা সালোয়ার কামিজ, কখনও বা জিনস-টপ। দর্শক তাঁকে চিনেছেন এ ভাবেই। সকলকে চমকে দিয়ে ছক ভাঙলেন ম্রুণাল ঠাকুর। ধরা দিলেন অন্য ভাবে।ইনস্টাগ্রামে নিজের একাধিক ছবি দিয়েছেন ম্রুণালের। ট্যাঙ্ক আর বিকিনি টপে সাবলীল অভিনেত্রী। এখানেই থামেননি। নিজেকে লেন্সবন্দি করেছেন স্নানপোশাকে। সেই ছবিও বরাদ্দ ছিল অনুরাগীদের জন্য। গোলাপি বিকিনিতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজস্বী তোলেন ম্রুণাল। ভেজা চুলে জড়ানো সাদা তোয়ালে।অতীতে ওজনের জন্য কটাক্ষের শিকার হয়েছেন ম্রুণাল। তবে ছবিতে তাঁর মেদহীন চেহারা দেখে মুগ্ধ অনুরাগীরা। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। ম্রুণাকে শেষ বড় পর্দায় দেখা যায় শাহিদ কাপুরের বিপরীতে 'জার্সি'-তে। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। তবে তা নিয়ে বিশেষ ভাবিত নন অভিনেত্রী। আপাতত তাঁর হাতে একগুচ্ছ কাজ। সে সব নিয়েই ব্যস্ত তিনি।ছোট পর্দা থেকে বড় পর্দায় ম্রুনালের উত্তরণ দেখার মতো। বলিউডে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন। 'সুপার ৩০', 'তুফান'-এর মতো অভিনয় করেছেন তিনি।