মাতৃ দিবসে মা হিরু জোহরকে নিয়ে তাই আবেগঘন পোস্ট করেছেন পরিচালক, প্রযোজক করণ জোহর। শেয়ার করেছেন তাঁর দুই সন্তানের সঙ্গে মায়ের কিছু অদেখা মুহূর্ত। করণ ইনস্টাগ্রামে লিখেছেন, 'রুহি, যশ এবং আমি আপনাকে আমাদের স্তম্ভ, বিবেক ও আমাদের হৃদয়ের স্পন্দন হিসাবে পেয়ে ধন্য… ভালোবাসি মা তোমাকে। শুভ মাতৃদিবস।’
বাঁদিকে যশ ও রুহির সঙ্গে হিরু জোহর, ডানদিকে মায়ের জন্মদিনে দুই সন্তানকে নিয়ে করণ
বিয়ে করেননি, তবে সারোগেসির মাধ্যমে ২০১৭ সালে বাবা হওয়ার সিদ্ধান্ত নেন করণ জোহর। দুই ছেলেমেয়ের নাম রাখেন যশ ও রুহি। সেসময় করণের সদ্যোজাত দুই শিশুর মায়ের দায়িত্ব পালন করেন তাঁদের ঠাকুমা হিরু জোহর। ছোট্ট যশ ও রুহি করণের মাকেই মা বলে ডাকে।
১৪ মে মাতৃ দিবসে মা হিরু জোহরকে নিয়ে তাই আবেগঘন পোস্ট করেছেন পরিচালক, প্রযোজক করণ জোহর। শেয়ার করেছেন তাঁর দুই সন্তানের সঙ্গে মায়ের কিছু অদেখা মুহূর্ত। করণ ইনস্টাগ্রামে লিখেছেন, 'রুহি, যশ এবং আমি আপনাকে আমাদের স্তম্ভ, বিবেক এবং আমাদের হৃদয়ের স্পন্দন হিসাবে পেয়ে ধন্য... ভালোবাসি মা তোমাকে।শুভ মাতৃদিবস।’
করণের শেয়ার করা প্রথম ছবিতে হিরু জোহর দুই বাহুতে সদ্যোজাত যমজ ভাইবোন যশ ও রুহিকে ধরে রয়েছে। পরে তাঁদের দুজনের সঙ্গেই হিরু জোহর আলাদা করে ছবি তুলেছেন, তখন অবশ্য যশ ও রুহি দুজনেই ভীষণ ছোট। তারপর স্কুলে যাওয়ার পথে যশ ও রুহিকে দেখা যাচ্ছে বাবা করণ ও ঠাম্মা হিরু জোহরের সঙ্গে। শেষের ছবিতে হিরু জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যশ ও রুহিকে দেখা যাচ্ছে। করণের এই পোস্টে তাঁর বন্ধু শ্বেতা বচ্চন, নেহা ধুপিয়া সহ অনেকেই কমেন্ট করেছেন।