বাংলা নিউজ > বায়োস্কোপ > Durnibar-Mohor: বিয়ের ৮ মাসেই সুখবর! প্রেগন্যান্সির খবর দিলেন মোহর, বাবা হতে চলেছেন দুর্নিবার
পরবর্তী খবর
Durnibar-Mohor: বিয়ের ৮ মাসেই সুখবর! প্রেগন্যান্সির খবর দিলেন মোহর, বাবা হতে চলেছেন দুর্নিবার
1 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2023, 10:10 AM ISTTulika Samadder
৬ মার্চ বসেছিলেন বিয়ের পিঁড়িতে। প্রেগন্যান্সির খবর দিলেন মোহর-দুর্নিবার। সারেগামাপা-খ্যাত গায়কের ঘরে কবে আসছে নতুন সদস্য?
রোম্যান্টিক মেজাজে মোহর আর দুর্নিবার।
দেবীপক্ষের প্রথম দিনে খুশির খবর এল মোহরের থেকে। নিশ্চয়ই চিনতে পারছেন কথা হচ্ছে দুর্নিবার সাহার স্ত্রী ঐন্দ্রিলা সেনকে নিয়ে। ৯ মার্চ ঘটা করেই সম্পন্ন হয়েছে দুর্নিবার-মোহরের বিয়ে। দাঁড়িয়ে থেকে মোহরের বিয়ে দিয়েছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর ৭ মাসের মাথাতেই এসে গেল সুখবর। আসছে এবার নতুন অতিথি।
মোহর ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন একটি কার্ড। যাতে লেখা, ‘আমরা খুব উত্তেজিত জানাতে পেরে, আসছে ছোট্ট চমৎকার।’ সঙ্গে জুড়লেন, ‘এভাবে ঘুমিয়ে-ঘুমিয়ে আমরা ক্লান্ত। এমন একটা কাজ করছি যা আমরা অনেকদিন ধরেই চেয়ে এসেছি।’ মোহরের এই পোস্টে শুভেচ্ছার বন্যা। হবু মা-বাবাকে ভালোবাসা জানিয়েছেন নেট-নাগরিকরা।
২০১৭ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে হয়েছিল দুর্নিবার। একসঙ্গে থাকছিলেনও তারপর। এরপর ২০২১ সালে বেশ ঘটা করে সামাজিক বিয়েটাও হয়ে যায় তাঁদের। কিন্তু সেই অনুষ্ঠানিক বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ২০২২ এর মাঝামাঝি সময়ে এসে তা ভেঙে যায়। প্রায় এক বছর প্রেম করার পর ২০২৩ সালের ৯ মার্চ নতুন ঘর বাঁধলেন দুর্নিবার ভালোবাসার মানুষ ঐন্দ্রিলার সঙ্গে। আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ ছেড়ে সিনেমা হলে ভিড়! শনিতে জওয়ান, ফুকরে ৩, মিশন রানিগঞ্জের আয় কত?