জন্মদিনে ছেলের ছবি পোস্ট করে সোহম চক্রবর্তী লিখেছেন, ‘এই তো সেদিন এলি, জীবনের সবথেকে দামি উপহার। দেখতে দেখতে ৭ বছর কেটে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি আগামী ৭ জন্ম তুই আমারই থাক। শুভ জন্মদিন আমার ডন।’
সোহম চক্রবর্তী
তিনি অভিনেতা, রাজনীতিবিদ আবার পরিবারের জন্য কারোর স্বামী এবং দুই সন্তানের বাবাও বটে। আর এই সব দায়িত্বই দিব্যি পালন করে যাচ্ছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ১৪ জুলাই, শুক্রবার সোহমের বড় ছেলে আয়াংশের জন্মদিন। আর তাই আবেগতাড়িত হয়ে পড়লেন সোহম।
শুক্রবার ৭-এ পা দিয়েছে সোহম চক্রবর্তীর বড় ছেলে আয়াংশ। এদিন তাই ছেলের জন্মের পরের মুহূর্তের ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তাঁকে সাদা পাঞ্জাবি-পাজামায় দেখা যাচ্ছে। হাসপাতালের কেবিনে বসে সাদা কাপড়ে মোড়া সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন তিনি। সেই ছবিটিই এদিন পোস্ট করেছেন তিনি। আরও একটি ছবি সম্প্রতি তোলা। যেখানে ছেলে আয়াংশের গালে চুমু দিতে দেখা যাচ্ছে তার অভিনেতা বাবাকে।
ছবি পোস্ট করে সোহম চক্রবর্তী লিখেছেন, ‘এই তো সেদিন এলি, জীবনের সবথেকে দামি উপহার। দেখতে দেখতে ৭ বছর কেটে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি আগামী ৭ জন্ম তুই আমারই থাক। শুভ জন্মদিন আমার ডন।’