প্রবল গরম, তারই মাঝে সকল কর্মরতাদেরই চলছে কাজের চরম ব্যস্ততা। তবে তার ফাঁকেও যদি একটু ছুটে পাওয়া যায় তাহলে মন্দ কি! আর সেই ছুটিতেই টুক করে শহর ছেড়ে চলে যাওয়া হয় অনেক দূরে। বলি থেকে টলি সব সেলেবরাই তো এমন রুটিনেই চলেন। এই যেমন ছোটপর্দার জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা সাহা। হ্যাঁ, ঠিকই ধরেছেন ‘মিঠাই’-এ আদৃতের বোন 'নিপা'র কথাই বলছিলাম। ‘নিপা’ ওরফে ঐন্দ্রিলা কাজের ফাঁকে ছুটি পেতেই চলে গিয়েছেন শহর থেকে দূরে।
কিন্তু গেছেন টা কোথায়?
বেড়াতে যাওয়ার বেশকিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। সেখানে তাঁকে নদীতে নৌকা বিহারে যেতে দেখা যাচ্ছে। যদিও ঐন্দ্রিলা কোথায় গিয়েছেন সেটা স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি। তবে ছবি দেখে বেশ বোঝা যাচ্ছে তিনি বেনারসে (বর্তমান নাম বারাণসী) গিয়েছেন। ঐন্দ্রিলার নৌকা বিহার ও তাঁর চারপাশের ছবিই সেটা স্পষ্ট করে দিয়েছে। মোট ৫টি ছবি দিয়েছেন ঐন্দ্রিলা। যে ছবিগুলির প্রত্যেকটিই নৌকা বিহারের। 'হর হর মহাদেব' ক্যাপশানে ছবিগুলি পোস্ট করেছেন ঐন্দ্রিলা। আর তাতেই তাঁর বেনারস যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। তবে ঐন্দ্রিলা অবশ্য বেড়াতে বেশ ভালোবাসেন। 'তুমি যে আমার মা' শেষ হওয়ার পরপরই গত মার্চে তিনি মেঘালয় বেড়াতে চলে গিয়েছিলেন।