'মিঠাই' সিরিয়ালের ‘উচ্ছেবাবু’, এই নামেই জনপ্রিয়তা পেয়েছিলেন আদৃত রায়। আর এই জনপ্রিয়তা শিখর ছুঁয়েছে। এই সিরিয়ালের দৌলতেই অসংখ্যা অনুরাগীর ভালোবাসা পেয়েছেন আদৃত রায়। যাঁদের মধ্যে বহুবার আলোচনায় উঠে এসেছে মৌসুমী সাহা নামে এক মহিলার নাম। 'মিঠাই' চলাকালীন বারবার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে ভারতলক্ষ্মী স্টুডিওয়োতে ছুটে আসতেন তিনি। আদৃতের জন্মদিনে কেক নিয়েও হাজির হতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতাকে কখনও তিনি নিজের হাতে কেক খাইয়েছেন, কখনও আবার ওয়াইপস দিয়ে আদৃতের ঘাম মুছিয়ে দিতেও দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতাও অনুরাগীর ভালোবাসা ফেরাতে পারেননি। আদৃতকে 'লাড্ডু গোপাল' বলে নিজেকে 'যশোদা মা' আখ্যা দিয়েছিলেন ওই অনুরাগী।
যাই হোক এই সবই তো গেল পুরনো কথা। সেই মিঠাই-এর সময়কালীন। তবে মৌসুমীদেবী কিন্তুও আজও আদৃত রায়ের অনুরাগী। এখনও তাঁকে ছেলের মতোই স্নেহ করেন। আর সেই টানেই বারবার তিনি ছুটে আসেন অভিনেতার সঙ্গে দেখা করতে। আর অতি সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন 'মিত্তির বাড়ি' সিরিয়ালের সেটেও। হ্য়াঁ, মৌসুমী সাহা আবারও হাজির তাঁর গোপালের সঙ্গে দেখা করতে। আদৃতকে তিনি ছেলের মতোই স্নেহ করেন।
মৌসুমী সাহার সোশ্যাল মিডিয়ার উঠে এসেছে, আদৃতের রায়ের সঙ্গে তাঁর দেখা করতে আসার ছবি। অভিনেতাকে স্নেহে আদরে ভরিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি ও ভিডিয়ো পোস্ট করে মৌসুমী দেবী লিখেছেন, ‘একটা টান... মনের অদ্ভুত একটা টান... মাতৃত্বের টান... বাৎসল্য স্নেহে আঁকড়ে ধরে রাখার টান... এই টান বারবার টেনে নিয়ে যায়... সামনে এসে যখন দাঁড়ায় গোপাল আমার... তা সে এক বছর পর আসুক, বা একদিন পর... প্রত্যেকটা বার... Literally প্রত্যেকটা বার যেন মনে হয় কত্তদিন পর দেখলাম রোদ্দুর কে! আঁকড়ে ধরে রাখার তাগিদ টা আরোই বেড়ে যায়....’।