বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithai Actress Tonni: ‘আমাদের ছাড়া তুমি ভালো নেই জানি…'! মা আর নেই, দুঃখ চেপে ঘাটকাজ, শ্রাদ্ধ সারলেন ‘মিঠাই’এর 'তোর্সা'
গত ১৪ মে, হঠাৎই মাকে হারান 'মিঠাই'-এর ‘তোর্সা’ অর্থাৎ টেলিপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায়। তারপর থেকে মানসিকভাবে ভীষণই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তবে কিছু দুঃখ বুকে চেপে রেখে সামলে উঠতেই হয়। তন্বীর ক্ষেত্রেও সেটাই হল। দুঃখ সামলে উঠে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সহ কিছু রীতিনীতি পালন করলেন তন্বী লাহা রায়।
শনিবার একাহাতেই মায়ের ঘাটকাজ সারলেন তন্বী। গঙ্গাস্নান করে রীতি অনুযায়ী পিণ্ডদান করেন। সেই মুহূর্তগুলিই ক্যামেরাবন্দি করেছেন তন্বীর দিদি। সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করে আরও একবার মায়ের স্মৃতিচারণায় ডুব দিয়েছেন তন্বী। লিখেছেন, ‘আমাদের ছাড়া তুমি ভালো নেই জানি , তবুও ভালো থেকো মা, ওম শান্তি।’ পরে লিখেছেন, ‘ছবিগুলো মায়ের বোরো মেয়ের তোলা’।