বাংলা নিউজ > বায়োস্কোপ > Mira Rajput-Shah Rukh Khan: শাহরুখ বলে নয়, কী কী নামে তাঁকে ডাকতে বলেন কিং খান ফাঁস করলেন শাহিদ-পত্নী মীরা
Mira Rajput-Shah Rukh Khan: শাহরুখ বলে নয়, কী কী নামে তাঁকে ডাকতে বলেন কিং খান ফাঁস করলেন শাহিদ-পত্নী মীরা
1 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2024, 12:35 PM ISTSubhasmita Kanji
Mira Rajput-Shah Rukh Khan: মীরা রাজপুত জানালেন শাহরুখ খান তাঁকে একটি বিশেষ নাম ধরে কিং খানকে ডাকতে বলেন। কিন্তু সেটা কী?
কী কী নামে শাহরুখকে ডাকেন মীরা?
এখন তারকাদের মধ্যে আস্ক মি এনিথিং সেশনের খুব চল হয়েছে। অনেক তারকাকেই মাঝে মধ্যেই এই ধরনের সেশনের আয়োজন করতে দেখা যায়। এদিন তেমন ভাবেই শাহিদ কাপুরের বেটার হাফ মীরা রাজপুত একটি আস্ক মি এনিথিং সেশনের আয়োজন করেছিলেন। সেখানে তিনি একাধিক বিষয়ে উত্তর দিলেন।
মীরাকে এদিন তাঁর এক ভক্ত শাহরুখ খানের বিষয়ে এক কথায় কিছু বলতে বলেন। উত্তরে তিনি লেখেন, 'আমাদের যখনই দেখা হয় তখনই উনি আমায় একাধিক নাম ধরে ডাকার কথা বলেন, পদ্মশ্রী, ডক্টর, স্যার, জি।' এরপর তিনি একটা লাল হৃদয়ের ইমোজিও পোস্ট করেছেন সেই পোস্টে।
এছাড়াও একজন তাঁকে জিজ্ঞেস করেন যে কে ভালো নাচ করেন তিনি নাকি শাহিদ কাপুর। উত্তরে তিনি লেখেন, 'আমার দুটো বাঁ পা আছে, কিন্তু আমার স্পিরিট দেখার মতো, দুজনের থেকে বেশি।'
মীরার পোস্ট
প্রসঙ্গত কিছুদিন আগে ভুটান বেড়াতে গিয়েছিলেন মীরা রাজপুত এবং শাহিদ কাপুর। তাঁদের সেই ট্রিপের একাধিক ছবি ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। তাঁদের দুজনের সঙ্গে তাঁদের দুই সন্তান মিশা এবং জৈনও গিয়েছিল। এছাড়া শাহিদের ভাই ইশান খট্টর, তাঁদের মা নীলিমা আজিমও গিয়েছিলেন এই ট্রিপে।
ভুটানের ট্রিপ থেকে মীরা যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে তাঁকে ভুটানের রানির সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে ছবি ভাগ করতেও দেখা যায়। বাদ যাননি রাজাও। তাঁকেও সেখানে গিয়ে সেখানকার পোশাকে দেখা গিয়েছে। এই ছবিগুলো পোস্ট করে মীরা লেখেন, 'ভুটান: মানুষের রাজত্ব।'