বাংলা নিউজ > বায়োস্কোপ > Govt. shares DDLJ Meme: DDLJ এর মিম দিয়ে অভিনব প্রচার রেলের! ট্রেনে বিপদে পড়লে সিমরান এবার কী করবে?
পরবর্তী খবর
Govt. shares DDLJ Meme: DDLJ এর মিম দিয়ে অভিনব প্রচার রেলের! ট্রেনে বিপদে পড়লে সিমরান এবার কী করবে?
1 মিনিটে পড়ুন Updated: 23 Aug 2023, 07:32 PM ISTSubhasmita Kanji
Govt. shares DDLJ Meme: রেল মদত হেল্পলাইনের বিষয়ে জানেন না! এবার সেটার প্রচারে অভিনব ভাবনা এবং পন্থা নিল রেল। কী জানাচ্ছে রেল মন্ত্রক?
DDLJ এর মিম দিয়ে অভিনব প্রচার রেলের
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ছোঁয়া লাগল ভারতীয় রেলের। থুড়ি অনুপ্রেরণা পেল! শাহরুখের ছবির সংলাপই হল ভারতীয় রেলের নতুন বিজ্ঞাপনের ভাষা।
সম্প্রতি রেল মন্ত্রকের তরফে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির একটি দৃশ্যকে মিম হিসেবে শেয়ার করা। অনেকেই রেল মদত বা ট্রেন সফরের সময় কোনও বিপদে পড়লে কাকে বা কোথায় কল করতে হবে সেটা জানেন না। সেই নম্বর প্রচারের জন্য এই মিম শেয়ার করা হয়েছে।
রেল মদত হেল্পলাইন নম্বর হল ১৩৯। ট্রেনের বিষয়ে কোনও জিজ্ঞাস্য থাকলে, কোনও কিছু জানার হলে বা কোনও অসুবিধার কথা জানাতে হলে নাগরিকরা এই নম্বরে কল করতে পারেন।
রেল মন্ত্রকের তরফে এই মিম পোস্ট করে লেখা হয়, সহায়তা মাত্র একটা কলের দূরত্বে আছে। প্রয়োজনে রেল মদত হেল্পলাইন নম্বরে ১৩৯ এ কল করুন। এই মিমে দেখা যাচ্ছে ট্রেনের সামনে সিমরান দাঁড়িয়ে। সঙ্গে তাঁর পরিবার। আর তাঁর বাবা তাঁকে বলছেন 'যা সিমরান যা। আর কোনও দরকার হলে ১৩৯ নম্বরে কল করবি।' ইতিমধ্যেই এই পোস্টের ৪৪.৪ হাজার ভিউজ হয়েছে। এছাড়া অনেকেই এই পোস্ট রিপোস্ট করেছেন। পেয়েছে বহু লাইকসও।