Matthew Perry: একাধিক রিপোর্ট অনুযায়ী, ম্যাথিউ পেরির ফ্রেন্ডসের সহ-অভিনেতা জেনিফার অ্যানিস্টন, কোর্টেনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্ল্যাঙ্ক এবং ডেভিড সুইমার প্রয়াত অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির ছিলেন।
প্রয়াত অভিনেতা ম্যাথিউ পেরি
শিল্পের মৃত্যু হয় শিল্পীর নয়। টিভি সিরিজ 'ফ্রেন্ডস' খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি আর নেই। শনিবার অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়ির বাথটাব থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। মাত্র ৫৪-তে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা।
ম্যাথিউ পেরির শেষকৃত্য
লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস পাড়ার ফরেস্ট লন সেমেন্ট্রিতে রাখা হয়েছে অভিনেতার দেহ। ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও থেকে প্রায় এক মাইল দূরে এই সেমেন্ট্রি। মাইকেল জ্যাকসন, লুসিল বল এবং এলিজাবেথ টেলর সহ অসংখ্য হলিউড এ-লিস্টার তারকার দেহ রয়েছে এই সেমেন্ট্রি। আরও পড়ুন: জয় ভারতের! কীভাবে আনন্দে সামিল গুগল ইন্ডিয়া থেকে দিল্লি পুলিশ, জোম্যাটোরা
উল্লেখ্য, নব্বইয়ের দশকে বিশ্বের শীর্ষ কমেডি শো 'ফ্রেন্ডস'-এ অভিনয় করে খ্যাতি লাভ করেছেন ম্যাথিউ পেরি। ‘ফ্রেন্ডস’-এর ১০টি সিজনে অভিনয় করেছেন তিনি। মোট ২৩৪টি পর্বে চ্যান্ডলার বিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। একজন কানাডিয়ান-আমেরিকান অভিনেতা ছিলেন তিনি। 'ফ্রেন্ডস' ম্যাথিউ পেরির কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।