কয়েকদিন আগেই মা হয়েছেন 'নিমফুলের মধু'র মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত। আপাতত সদ্যোজাতকে নিয়ে হাসপাতালেই রয়েছেন অভিনেত্রী। শুরু হয়েছে তাঁর মাতৃত্বের দ্বিতীয় সফর। মেয়ের কোলে ছেলে এসেছে, তাই স্বভাবতই খুশি তাঁর পরিবার। ডেলিভারির দিন হাসপাতালে মানসীর জন্য উপস্থিত ছিলেন তাঁর স্বামী, ছিল তাঁর ৮ বছরের মেয়ে তুহু ও পরিবারের অন্যান্য সদস্য ও টলিপাড়ার সহকর্মীরা।
মাঝে মধ্যেই হাসপাতাল থেকে ভিডিয়ো শেয়ার করতে দেখা যাচ্ছে মানসীকে। রোজই অভিনেত্রীকে ও তাঁর সন্তানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন অভিনেত্রীর পরিবারের কোনও না কোনও সদস্য। কিন্তু ২৩ মার্চ, রবিবার রাতে হঠাৎই দিদির কাছে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মানসীর বোন রাইমা সেনগুপ্ত। রাইমাও অভিনয় করেন। কিন্তু রাতদুপুরে তাঁকে হাসপাতালে দেখে মানসী প্রশ্ন করেন, ‘এমনি সময় আসে না ওর নাকি সারাক্ষণ চলে আসে। এদিকে কালকে চলে এসেছে। কালকে এসেছিল কেন অত রাতে?’
রাইমা উত্তরে বলেন, ‘পুচকুকে নিয়ে যাব’। আর বোনের কথা বিস্মিত মানসী বলেন, ‘পুচকুকে নিয়ে যাব! কিন্তু পুচকুকে তুই ধরতে পারবি না, অনেক ছোট না। মানে তোর ওটাই ইন্টারেস্ট, ওই জন্য তুই এসেছিস শুধু…!’
আরও পড়ুন-সদ্য মা হয়েছেন মানসী সেনগুপ্ত, হাসপাতালে হাজির ছোট্ট দিদি তুহু, ভাইকে দেখে কী বলল সে?