রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত তবলাবাদক, ওস্তাদ জাকির হুসেন। হৃদরোগ ও ফুসফুসজনিত অসুস্থতায় দু সপ্তাহ ভর্তি ছিলেন সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে। এমনকী, ভারত থেকে উড়ে যায় তাঁর পরিবারও। শিল্পীর প্রয়ানের খবর আসতেই রীতিমতো ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা। কিংবদন্তী শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাকির হুসেনের পরিবার, এবং সান ফ্রান্সিসকোর সেই হাসপাতালের কর্তৃপক্ষরা, যেখানে তাঁর চিকিৎসা চলছিল।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, ‘প্রখ্যাত ওস্তাদ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক ওস্তাদ জাকির হোসেনের অকাল প্রয়ানে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। এটি দেশ এবং সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য একটি বিশাল ক্ষতি। মহান শিল্পীর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও জাকির হুসেনের মৃত্যু নিয়ে টুইট করেছে। লেখা হয়, ‘আজ গোটা বিশ্ব হারাল এক প্রকৃত সংগীতজ্ঞকে। বিশ্ব সংগীতকে তিনি যে ছাপ ছেড়ে গিয়েছেন, তা চিরস্মরণীয়’।
আরও পড়ুন: হৃদযন্ত্র-ফুসফুসের অসুস্থতায় দু সপ্তাহ হাসপাতালে, মার্কিন মুলুকেই প্রয়াত হলেন তবলাবাদক জাকির হুসেন
লেখক অসীম ছাবড়া টুইট করেন, ‘তবলা বাদক জাকির হুসেন কয়েকটি হিন্দি ছবিতে অভিনয়ও করেছেন (অবশ্যই তিনি কয়েকটি চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেছেন)। তার সবচেয়ে পরিচিত ভূমিকাটি ছিল #JamesIvory-র #HeatAndDust-এ যেখানে তিনি #JulieChristie-এর বাড়িওয়ালার ভূমিকায় অভিনয় করেছিলেন।’
সাংবাদিক পারভেজ আলম এক্স-এ রবিবার পোস্ট করেন, ‘ওস্তাদ জাকির হুসেন, তবলা বাদক, পারকাশনিস্ট, সুরকার, সাবেক অভিনেতা ও কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ আল্লাহ রাখার ছেলে ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর শ্যালক আইয়ুব আউলিয়া। আউলিয়া সাহেব জাকিরের অনুগামীদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন।’
আরও পড়ুন: প্রয়াত জাকির হুসেন, এক নজরে ফিরে দেখা তাঁর জীবন
ওস্তাদ জাকির হুসেন এই বছর ৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। এছাড়াও তিনি তাঁর লম্বা কেরিয়ারে যে সমস্ত পুরস্কার পান তারমধ্যে রয়েছে পদ্মভূষণ এবং পদ্মশ্রী এবং সংগীত নাটক আকাদেমি পুরস্কার।
জাকিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেন ইমন চক্রবর্তী। লেখেন, ‘সুরলোকে বেজে ওঠে শঙ্খ’… Üstad Zakir Hussain 🙏🏻🙏🏻