
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সেই ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। বয়স ছোট প্রেমিকের সঙ্গে সম্পর্ক থাকায় বিস্তর কটাক্ষের মুখে পড়েছেন মডেল তথা অভিনেত্রী। কিন্তু সেসবকে উপেক্ষা করেই তাঁরা একসঙ্গে ছিলেন। এরপর কানাঘুষোয় শোনা যেতে থাকে বিচ্ছেদের খবর। অর্জুন সেই খবরে কিছুদিন আগেই সিলমোহর দিয়েছেন। জানিয়েছেন তিনি বর্তমানে সিঙ্গল। এবার সেই বিষয়ে কী বললেন মালাইকা?
আরও পড়ুন: অ্যানিম্যাল' - 'সঞ্জু'র মাধ্যমে সমাজকে ভুল বার্তা রণবীরের? কটাক্ষের সপাটে জবাব দিলেন
এদিন মালাইকা আরোরা ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস কী এখন সেটার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে দেখা যাচ্ছে লেখা আছে 'আমার বর্তমান স্ট্যাটা।' সঙ্গে তিনটি অপশন। একটিতে রিলেশনশিপ, দ্বিতীয়তে সিঙ্গল আর তৃতীয়তে হেহে লেখা। আর সেটাতেই টিক দেওয়া এই পোস্টের ক্যাপশনে তিনি কিছুই লেখেননি। ফলে কোন দিকে ইঙ্গিত করলেন সেটা স্পষ্ট নয়।
অর্জুন কাপুর প্রায় মাসখানেক আগে তাঁর বর্তমান রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কথা বলেছিলেন। দিওয়ালির সময় তিনি রাজনীতিক রাজ ঠাকরের আয়োজিত মুম্বইয়ের শিবাজী পার্কের দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন। সেখানেই অর্জুন কাপুরকে দেখে লোকজন বারবার মালাইকার নাম ধরে চেঁচাতে থাকে। সেটা শুনে অভিনেতা বলে ওঠেন, 'না না, আমি এখন সিঙ্গল। রিল্যাক্স করো।'
এরপর অভিনেতা আরও বলেন, 'ইনি বললেন লম্বা আর হ্যান্ডসাম। শুনে মনে হল বিয়ের কথা বলছেন। তাই আমি বললাম আগে রিল্যাক্স করো।'
চলতি বছরের শুরুর দিকে দুই অভিনেতার ঘনিষ্ট সূত্রের তরফে পিঙ্কভিলাকে জানানো হয়, 'মালাইকা এবং অর্জুনের সম্পর্কটা খুবই বিশেষ ছিল। ওদের সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু ওদের পথ আলাদা হয়ে গিয়েছে। ওরা এই বিষয় নিয়ে প্রকাশ্যে কথাও বলতে চায় না। ওদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া হোক ওরা চায় না সেটা।'
আরও পড়ুন: স্টার কিড হয়েও কিশোর কুমার কে সেটাই জানতেন না আলিয়া! প্রথম দেখায় রণবীরকে কী প্রশ্ন করেছিলেন
আরও পড়ুন: কনসার্টে তখন গানে মত্ত দিলজিৎ, আচমকাই মঞ্চে উঠে প্রেমিকাকে প্রোপোজ যুবকের! তারপর....?
প্রসঙ্গত অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে মালাইকা আরোরা আরবাজ খানকে বিয়ে করেছিলেন। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একটি ছেলেও আছে আরহান খান।
৳7,777 IPL 2025 Sports Bonus