মালাইকার কথায়, ‘আমিই অর্জুনের জন্য সবসময় রান্না করি। যদিও পরিবর্তে আমি ওকে রান্না করতে বলে ভুল করব না। যদি কেউ রান্না করতেই না পারেন তবে তাঁকে কেনইবা রান্না করতে বলব! এটা একটু বোকামি হয়ে যাবে। ও তো কীভাবে চা বানাতে হয়, সেটাও জানে না। আর রান্না তো অনেক দূরের কথা…। আমার অবশ্য রান্না করতে ভালোই লাগে।’
অর্জুন-মালাইকা
কিছুদিন আগেই মালাইকা অরোরা জানিয়েছিলে তিনি অর্জুন কাপুরকে বিয়ে করতে প্রস্তুত। যদিও আপাতত অর্জুনের সঙ্গে সহবাসে রয়েছেন 'খান' বাড়ির প্রাক্তন বউমা। সম্প্রতি মালাইকা জানিয়েছেন তিনি অর্জুনের জন্য নিয়মিত রান্না করেন। যদিও অর্জুন নাকি নেহাত চা বানাতেও জানেন না। অর্জুনকে রান্না করতে বলা নেহাত বোকামি ছাড়া নাকি আর কিছুই নয়।
সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন কাপুরকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মালাইকা। তাঁর কথায়, 'আমিই অর্জুনের জন্য সবসময় রান্না করি। যদিও পরিবর্তে আমি ওকে রান্না করতে বলে ভুল করব না। যদি কেউ রান্না করতেই না পারেন তবে তাঁকে কেনইবা রান্না করতে বলব! এটা একটু বোকামি হয়ে যাবে। ও তো কীভাবে চা বানাতে হয়, সেটাও জানে না। আর রান্না তো অনেক দূরের কথা… । আমার অবশ্য রান্না করতে ভালোই লাগে। আমাদের দুজনের তাই একসঙ্গে রান্না করার দরকার নেই। ও আমার রান্না করা খাবার উপভোগ করে, এটাই আমার ভালো লাগার জায়গা।