বাংলা নিউজ > বায়োস্কোপ > Mahalaya 2023: 'আমরা সবাই মহাহনু...' মহিষাসুরের মুখে এমন সংলাপ! সঙ্গে আবার র্যাপ! হেসে খুন দর্শকরা
পরবর্তী খবর
Mahalaya 2023: 'আমরা সবাই মহাহনু...' মহিষাসুরের মুখে এমন সংলাপ! সঙ্গে আবার র্যাপ! হেসে খুন দর্শকরা
1 মিনিটে পড়ুন Updated: 14 Oct 2023, 11:01 AM ISTSubhasmita Kanji
Mahalaya 2023: পুজোর বাদ্যি বেজে গিয়েছে। মহালয়ার পুণ্য প্রভাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ এবং টিভি চ্যানেলের প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল এবারের দেবীপক্ষের। কিন্তু একি! দেবতাদের নাচ গান দেখে যে বেজায় ক্ষুব্ধ সবাই!
মহিষাসুরের মুখে র্যাপ!
ভস্ম মেখে টুইস্ট নাচতে নাচতে বিয়ে করতে আসছে শিব! সঙ্গে আবার গানের 'ঘাওড়ি ঘিচকি ঘিচা'র মতো লিরিক্স। ভূতেদের সঙ্গে তুমুল নাচ দেখে জ্ঞানই হারিয়ে ফেললেন সতীর মা! কাণ্ডকারখানা দেখে মাথায় হাত নেটপাড়ার।
মহালয়ার সকাল মানেই ভোর ৪টে নাগাদ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গমগমে কণ্ঠস্বরে চণ্ডীপাঠ শুনে ঘুম ভাঙা। তারপরই বিভিন্ন চ্যানেলের প্রভাতী অনুষ্ঠান তো আছেই। আজকাল অবশ্য সেসব চ্যানেলের প্রতিটি ধারাবাহিকের নায়িকাকে কোনও না কোনও দেবীর রূপে দেখা যায়। অকাল বোধনের গল্পের বদলে পর্দায় ফুটে ওঠে দেবীর নানা রূপের কাহিনি। তবে এদিন সকলের সেই অনুষ্ঠানের পর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই দেখি মিমের ছড়াছড়ি। তার একটা নমুনা তো উপরেই বললাম।
কোথাও আবার অসুর র্যাপ সঙ্গীত গাইছে। কোথাও আবার তারা নিজেদের মহাহনু বলেও আখ্যা দিচ্ছে। সেসব নাচ গান দেখেই ভারী মজা পেয়েছে নেট নাগরিকরা।
মহালয়ার সকালে প্রভাতী অনুষ্ঠান দেখে প্রতিক্রিয়া
এক ব্যক্তি এদিন স্টার জলসার পর্দায় শিবের নাচ দেখে এতটাই মোহিত হয়ে যান যে তিনি সেটার একটি ভিডিয়ো পোস্ট করেন। আর তারপরই সেখানে শুরু হয়ে যায় কমেন্টের বন্যা। একজন লেখেন, 'যাই বলুন আর তাই বলুন, কোনও কথা হবে না। দেখে প্রাণ ভরে হাসলাম তো!' আরেকজন শিবের নাচ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন, 'শিব আবার এরম নাচ কবে শিখল?' ' লিরিক্সটা কে লিখেছে, তাকে প্লিজ প্রকাশ্যে আনুন একটু দেখতে চাই' মন্তব্য আরেক ব্যক্তির।
কেউ কেউ তো আবার মহালয়ার রানিং কমেন্ট্রি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, 'স্টার জলসার অসুর মেটাল রক গাইছে! আলাদাই তো!' বাদ যায়নি শিব অন্নপূর্ণার রসায়ন। সেই বিষয়ে মশকরা করে লেখেন, 'শিবের খিদে পেয়েছে, আর অন্নপূর্ণা নাচছে! কী রে ভাই?' কারও কারও মতে, 'নাচ না জানলেও, অভিনেত্রী বলে তাঁকে দিয়ে জোর করে নাচাবেন! দেবী হলেই নাচতে হয় বুঝি?'