
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
তিনি মার্কিন পপ আইকন। এই মুহূর্তে 'দ্য সেলিব্রেশন ট্যুর' করছেন ম্যাডোনা। রবিবার ওয়াশিংটনের সবথেকে জনবহুল শহর সিয়াটলে কনসার্ট করতে গিয়েছিলেন ম্যাডোনা। পপ তারকার শো দেখতে দর্শকাসন তখন ভরা, কোথাও কোনও ফাঁক নেই। ম্যাডোনাও গান করতে করতে মাইক হাতে পারফর্ম করছিলেন। তবে পারফর্ম করতে করতেই চেয়ার থেকে পড়েই গেলেন পপ গায়িকা।
হ্যাঁ, ঠিকই শুনছেন। ইতিমধ্যেই পপ আইকনের এই পড়ে যাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ঠিক কী ঘটেছে?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ম্যাডোনা তখন 'ওপেন ইউর হার্ট' গানে পারফর্ম করছিলেন। একটা চেয়ারে বসে মাইক হাতে পোজ দিয়ে গান গাইতে দেখা যায় ম্যাডোনাকে। তাঁর ঠিক সামনেই ক্যামেরা তাক করে ছিলেন একজন চিত্রশিল্পী। এরপর একজন পুরুষ নৃত্যশিল্পী এসে সেই চেয়ারের পিছনে দাঁড়ান, তিনি চেয়ারটি কাত করে কনসার্টের মঞ্চ বরাবর টেনে নিয়ে যাচ্ছিলেন। আর তাতেই 'ধপাস' করে মঞ্চে পড়ে যান ম্যাডোনা। তবে পড়ে গিয়েও গান থামাননি ম্যাডোনা। বরং উল্টে শুয়েই মাইক হাতে গান করতে থাকেন তিনি।
তবে বোঝা গেল যতই সামলে নেওয়ার চেষ্টা করুন না কেন, তিনিও আকস্মিক পড়ে যাওয়ার কারণে অস্বস্তিতে ছিলেন। আর তাতেই গানের কথা ভুলে যান। শুয়ে গাইতে গিয়ে হেসে ফেলে বলেন, ‘ইস আমি কথা ভুলে গিয়েছি…।’ পরে অবশ্য চিত্রশিল্পী তাঁর হাত ধরে তুলতেই তিনি ফের চেয়ারে উঠে গান গাইতে শুরু করেন।
এমন ঘটনা দেখে নেটপাড়া বলছে, ‘ম্যাডোনা পোক্ত শিল্পী, দক্ষ পারফর্মার, তিনি জানেন কীভাবে পরিস্থিতি সামলাতে হয়…।’ এদিকে এমনিতেই নাকি ওইদিন শো শুরু করতে দেরি করায় শুরুর দিকে তাঁর উপর কিছুটা ক্ষিপ্ত ছিলেন অনুরাগীরা। তবে কনসার্ট শুরু করে শ্রোতাবন্ধুদের মন জয় করে ফেলেন ম্যাডোনা।
এদিকে গতবছরই জুলাই মাসের দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৫ বছর বয়সী এই পপ তারকা। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ম্যাডোনা নিজেই জানিয়েছেন, ‘চিকিৎসার পরিভাষায় আমি ৪৮ঘন্টার জন্য কোমায় ছিলাম।’ পরে অবশ্য তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।
আবার ২০২৩-এ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলছে, ম্য়াডোনা হলেন সেই শিল্পী, যাঁর রেকর্ডএখনও পর্যন্ত সর্বকালের জন্য সর্বাধিক বিক্রি হয়েছে। গত ৪০ বছরে ম্যাডোনার গানের রেকর্ড সর্বাধিক বিক্রি হয়েছে। এই পরিসংখ্যানটা প্রায় ৪০০ মিলিয়নের কাছাকাছি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports