Madhuri Dixit Saree Look: আজকাল 'ডান্স দিওয়ানে'-তে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে মাধুরী দীক্ষিতকে। বিচারকের আসনে অভিনেত্রীকে দেখে খুশি ভক্তরাও। সদ্য তিরিশ বছরের পুরনো ছবি 'হাম আপকে হ্যায় কৌন'-এর আইকনিক শাড়ি লুকে দেখা গিয়েছে মাধুরীকে। নীল শাড়িতে তাঁকে দেখে অবাক ভক্তরা।
পুরনো স্মৃতি ফেরালেন মাধুরী
তিরিশ বছর পুরনো স্মৃতি ফেরালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জনপ্রিয় গান 'দিদি তেরা দেওয়ার দিওয়ানা'-তে পরা বেগুনি শাড়ি লুকে ফের একবার ধরা দিলেন অভিনেত্রী। ৩০ বছর আগে সূরজ বরজাতিয়ার ছবিতে যেভাবে ছিলেন, আবারও ঠিক একই রকম লুকে ধরা দিলেন মাধুরী দীক্ষিত।
সুপারহিট ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’ থেকে নিশার লুক রিক্রিয়েট করেছেন মাধুরী। আপনি যদি রাজশ্রী প্রোডাকশনের ব্যানারে নির্মিত 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার মনে থাকবে এই ছবির 'দিদি তেরা দেওয়ার দিওয়ানা' গানে বেগুনি রঙের শাড়ি পরেছিলেন মাধুরী। আরও পড়ুন: এই হিট গানটি নাকি গাইতেই চাননি পঙ্কজ! শিল্পীর পুরনো গল্প শোনালেন মহেশ ভাট
জানিয়ে রাখি যে 'হাম আপকে হ্যায় কৌন' ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল। এতে সলমন খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মাধুরী। ছবিটি বক্স অফিসে সুপারহিট প্রমাণিত হয়। ছবিটির গান আজও শ্রোতাদের ঠোঁটে লেগে আছে। যখন 'হাম আপকে হ্যায় কৌন' মুক্তি পায়, তখন মাধুরী দীক্ষিতের বয়স ছিল ২৬ বছর। এখন তার বয়স ৫৬। কিন্তু অভিনেত্রীর তখন আর এখনের ছবি পাশাপাশি রাখলে পার্থক্য করা কঠিন হয়ে পড়বে। আরও পড়ুন: দুর্ঘটনায় প্রাণ হারালেন ভোজপুরী গায়িকা-সহ ৯ জন, বিহারে মর্মান্তিক ঘটনা