ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সে সান ফ্রান্সিসকোj এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তবলাবাদক জাকির হুসেন। কিংবদন্তি তবলাবাদকের কাজ হৃদয়ে থেকে যাবে দেশ ও বিদেশের অগুণতি মানুষের।জাকির হুসেন রেখে গেলেন স্ত্রী অ্যান্টোনিয়া মিনেকোলা, তার মেয়ে আনিসা কুরেশি ও ইসাবেলা কুরেশি, দুই ভাই তৌফিক এবং ফজল কুরেশি এবং বোন খুরশিদ আউলিয়াকে। এর আগে রবিবার হুসেনের বন্ধু তথা বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া জানান, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকো হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি তবলাবাদক।সাংবাদিক পারভেজ আলম এক্স-এ রবিবার পোস্ট করেন, ‘উস্তাদ জাকির হুসেন, তবলা বাদক, পারকাশনিস্ট, সুরকার, সাবেক অভিনেতা ও কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লাহ রাখার ছেলে ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর শ্যালক আইয়ুব আউলিয়া। আউলিয়া সাহেব জাকিরের অনুগামীদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন।’রবিবার রাতে প্রাথমিক খবর বেরিয়েছিল যে ৭৩ বছর বয়সী এই সংগীতশিল্পী মারা গিয়েছেন। তবে এই দাবিগুলি তাঁর পাবলিসিস্ট প্রত্যাখ্যান করেন। যিনি পিটিআইকে নিশ্চিত করেছিলেন যে, হাসপাতালে এখনও চিকিৎসা চলছে এবং জাকির জিবীত। এমনকী তাঁর পরিবারর পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া ও প্রার্থনার কাতর আবেদনও রাখা হয়। সোমবার হুসেনের মৃত্যুর আনুষ্ঠানিক বিবৃতিতে তার পরিবার বলেছে, ‘একজন শিক্ষক, পরামর্শদাতা এবং শিক্ষাবিদ হিসাবে তাঁর অসাধারণ কাজ অসংখ্য সংগীতশিল্পীর উপর একটি সুগভীর প্রভাব রেখে গিয়েছে। তাংর কাজ আগামী প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে আশা রাখতেন তিনি। তিনি একজন সাংস্কৃতিক দূত এবং সর্বকালের অন্যতম সেরা সংগীতশিল্পী হিসাবে একটি অতুলনীয় উত্তরাধিকার রেখে গেছেন।’পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।জাকির হুসেন সম্পর্কে:১৯৫১ সালের ৯ মার্চ মুম্বইয়ের মাহিমে তবলা বাদক, আল্লা রাখা এবং ববি বেগমের ঘরে জন্মগ্রহণ করা জাকির হুসেন খুব অল্প বয়সেই তবলা বাজানোর প্রতি ঝোঁক পোষণ করেছিলেন। জাকির হুসেন মাত্র ৩ বছর বয়সে তাঁর বাবার কাছ থেকে মৃদং (একটি শাস্ত্রীয় তালবাদ্য বাদ্যযন্ত্র) বাজানো শিখেছিলেন এবং ১২ বছর বয়সে কনসার্টে পারফর্ম করতে শুরু করেন। অসাধারণ প্রতিভার কারণে পদ্মভূষণ এবং পদ্মশ্রী এবং সংগীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তি শিল্পী। জাকির হুসেন এই বছর ৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। মুম্বইয়ে ওস্তাদ গুলাম মুস্তাফা খান পুরস্কারও পেয়েছিলেন তিনি।