২০২৩ সালে মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। বিয়ের পর দুই নববধূর পাল্টে যাওয়ার গল্প নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটির গল্প বেশ মনে ধরেছিল দর্শকদের। অস্কারের জন্য মনোনীত হওয়ার পরেও সিনেমাটি পুরস্কার পায়নি। তবে সে অন্য কথা।
আজকের প্রসঙ্গ কিছুটা অন্যরকম। যে সিনেমার গল্প দেখে মানুষ মুগ্ধ হয়েছিল, সেই গল্পই নাকি অন্য একটি সিনেমার রিমেক। খবরটি ছড়িয়ে পড়তে হুলস্থুল বেঁধে যায় নেট দুনিয়া জুড়ে।
আরও পড়ুন: বিতর্কের রেশ ফিকে হতেই চেনা ছন্দে রণবীর! কার সঙ্গে পডকাস্ট শুরু করলেন বিয়ারবাইসেপ্স?
আরও পড়ুন: 'মানুষকে হাসানো আজকাল…', ‘হেরা ফেরি ৩’ নিয়ে কোন চিন্তায় চিন্তিত প্রিয়দর্শন?
সম্প্রতি The Skin Director এক X ব্যবহারকারী আরোবি সিনেমা ‘বোরখা সিটি’ - এর একটি ক্লিপিং পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ অস্কারের জন্য মনোনীত হয়েছিল একটি মৌলিক কাজ হিসেবে। তবে এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবি সিনেমা ‘বোরখা সিটি’-র রিমেক বলে মনে করা হচ্ছে।’
ক্যাপশনে আরও লেখা রয়েছে, ‘মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে নির্মিত ১৯ মিনিটের এই চলচ্চিত্রটি একজন নববিবাহিত পুরুষের গল্প বলে, যে তার নববধূকে হারিয়ে ফেলে। বোরখা পরে থাকার কারণে ওই ব্যক্তি কিছুতেই নিজের স্ত্রীকে আর খুঁজে পান না। ব্যঙ্গাত্মক কমেডির মোড়কে তৈরি হওয়া এই সিনেমাটি চরম পুরুষতন্ত্র, নারীর ওপর আরোপিত কিছু বিধি-নিষেধ দেখানো হয়, যার ফলে সিনেমাটি সমালোচিত হয়েছিল।’
ক্যাপশনের শেষে লেখা, ‘কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ ওই একই থিম নিয়ে তৈরি হওয়া। বোরখা পরিবর্তিত হয়ে গেছে ঘোমটায়। তবে বিষয়বস্তু একই রয়েছে। একই বার্তা বহন করছে দুটি সিনেমা। এমনকি রবি কিষান অভিনীত দৃশ্যটিও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েছে।’
আরও পড়ুন: কেউ পরিবারের সঙ্গে, কেউ আবার কাজের ফাঁকে, কীভাবে ইদ পালন করলেন বলি-তারকারা?
আরও পড়ুন: ‘সুশান্তের জন্যই হারালাম…', কী হারানোর কথা বললেন ক্রিস্টেন ব্যারেটো?
‘বোরখা সিটি’ সিনেমার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ‘লাপাতা লেডিস’ নিয়ে কটাক্ষের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। একজন লেখেন, ‘বলিউডে আর মৌলিক বলে কিছু নেই।’ অন্য একজন লেখেন, ‘আগে জানতাম না তো। এই পোষ্টের জন্য ধন্যবাদ।’ তৃতীয়জন লেখেন, ‘এটা সত্যিই লজ্জাজনক। পরিচালকরা এমনভাবে সিনেমাটি উপস্থাপন করেন, যেন সেটি অরিজিনাল, কিন্তু আদতে তা হয় না।’