জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। আগেই জানা গিয়েছিল ত্রিকোণ প্রেমের গল্পে দুই চরিত্রে দেখা যাবে তানিষ্কা তিওয়ারি এবং আর্য দাশগুপ্তকে। এবার প্রকাশ্যে এল এই ধারাবাহিকের প্রোমো।
আরও পড়ুন: কোয়েলকে কোলে বসিয়ে আদর মৌসুমীর! আড়ির প্রিমিয়ারে চলল বর্ষীয়ান অভিনেত্রীর বার্থডে সেলিব্রেশন
কুসুম ধারাবাহিকের প্রোমো
কুসুম ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে গঙ্গোপাধ্যায়ের বাড়িয়ে হর্তাকর্তা বিধাতা একজনই, ইন্দ্রানী। শুধু বাড়ি নয়, ব্যবসাও চলে তাঁর কথায়। এই চরিত্রে ধরা দেবেন অঞ্জনা বসু। তাঁর দুই ছেলে। একজন অতি বাধ্য, আরেকজন একবারেই উৎশৃঙ্খল। পার্টিতে মজে থাকতে ভালোবাসে। ইন্দ্রানীর বড় ছেলে আয়ুষ্মান। সে মায়ের কথা শুনে চলে, দায়িত্ববান। এই চরিত্রে দেখা মিলবে মিঠিঝোরা ধারাবাহিকের শৌর্য অর্থাৎ সপ্তর্ষি রায়কে। অন্যদিকে ছোট ছেলের চরিত্রে থাকবেন আর্য দাশগুপ্ত।
এই কঠোর অনুশাসনে চলা গঙ্গোপাধ্যায় বাড়িতে এক পশলা বৃষ্টি নিয়ে আসা প্রাণখোলা মেয়ে কুসুম। তার হাসিতেই যেন মুগ্ধ সবাই। ভাইয়ের সঙ্গে এই বাড়িতে আসে সে। কিন্তু কী পরিচয় সেটা এখনও স্পষ্ট হয়নি। কুসুমের চরিত্রে থাকবেন তানিষ্কা তিওয়ারি। তানিষ্কা এবং আর্য দুজনে একসঙ্গে এর আগে গাঁটছড়া ধারাবাহিকে কাজ করেছেন। অভিনেত্রীকে এতদিন মূলত বিভিন্ন পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে। এই প্রথমবার তিনি নায়িকার ভূমিকায় ধরা দিতে চলেছেন। অ্যাক্রোপোলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এর আগে রটেছিল যে সপ্তর্ষি যে চরিত্রটি করছেন সেখানে সায়ন মুখোপাধ্যায়কে দেখা যাবে।
তবে কবে থেকে কুসুম ধারাবাহিকটি আসবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। কোন সময় বা কবে থেকে সেটা দেখা যাবে যেহেতু এখনও চ্যানেলের তরফে জানানো হয়নি সেহেতু বোঝা যাচ্ছে না এই ধারাবাহিকের আগমনে কোন মেগার কপাল পুড়ল।
আরও পড়ুন: নতুন রূপে নতুন ভাবে ফিরছে আসমা-অর্ণব! ‘প্রিয় বন্ধু’ নিয়ে শহরে আসছেন অঞ্জন, কবে কোথায় হবে শো?