Kusha Kapila: ‘কুশার চরিত্র নিয়ে লোক নোংরা কথা বলছে, সেটা আমায় কষ্ট দিচ্ছে, এটা লজ্জার’! বলছেন সদ্য প্রাক্তন স্বামী
1 মিনিটে পড়ুন Updated: 28 Jun 2023, 02:12 PM ISTজোরওয়ার সিং আলুওয়ালিয়া বলেন, ‘আমরা এখনও কিছু জিনিসকে পবিত্র রাখার চেষ্টা করছি। তারমধ্যে রয়েছে আমাদের বিয়ে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা। বিবাহবিচ্ছেদ, আমাদের বিয়ের মতোই দুজনের নেওয়া সিদ্ধান্ত। …গত ২৪ ঘন্টার মধ্যে যা ঘটেছে, কুশাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটা আমায় কষ্ট দিয়েছে এবং হতাশ করে তুলেছে।’
কুশা কপিলা-জোরওয়ার সিং আলুওয়ালিয়া