গোবিন্দার সঙ্গে তাঁর বোনপো ক্রুষ্ণা অভিষেকের ঠাণ্ডা লড়াইয়ের খবর কারুর অজানা নয়। প্রায় ৬ বছর ধরে মুখ দেখাদেখি বন্ধ ছিল মামা-ভাগ্নের। কিন্তু সব ঝামেলা দূরে রেখে কৃষ্ণা অভিষেকের বোন আরতি সিংয়ের বিয়ের আসরে হাজির গোবিন্দা। ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে বৃহস্পতিবার রাতে সাত পাক ঘুরলেন বিগ বস খ্যাত অভিনেত্রী। আর ভাগ্নি ও জামাইকে দু-হাত ভরে আর্শীবাদ দিতে এদিন হাসিমুখে পৌঁছেছিলেন গোবিন্দা। কাশ্মীরা-ক্রুষ্ণা আগেই জানিয়েছিলেন, তাঁদের ঝামেলার কারণে আরতি যেন মামার আর্শীবাদ থেকে বঞ্চিত না হয়, কথা রাখলেন গোবিন্দা। আরও পড়ুন-‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের?
আরতির বিয়েতে হাজির গোবিন্দা
আরতির বিয়েতে গোবিন্দাকে দেখে অবাক হয়েছেন অনুরাগীরা। ভিতরে ঢোকার আগে বাইরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিলেন বলিউডের অরিজিন্যাল ‘হিরো নম্বর ১’। এদিন অভিনেতাকে কালো বন্ধগলায় সপ্রতিভ দেখাচ্ছিল। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ইনস্ট্যান্ট বলিউডকে তিনি বলেন, 'ঈশ্বরের কাছে আমি আরতির সুখী জীবনের মঙ্গল কামনা করি এবং ঈশ্বর তাকে খারাপ নজর থেকে রক্ষা করুন।