বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena on Saif: স্রেফ বাচ্চার জন্য সইফকে বিয়ে করেছিলেন করিনা? বললেন, 'আমরা তো লিভ ইন করতামই...'
পরবর্তী খবর
Kareena on Saif: স্রেফ বাচ্চার জন্য সইফকে বিয়ে করেছিলেন করিনা? বললেন, 'আমরা তো লিভ ইন করতামই...'
2 মিনিটে পড়ুন Updated: 15 Nov 2023, 08:27 AM ISTSubhasmita Kanji
Kareena on Saif: সইফ আলি খান এবং করিনা কাপুর খানের ভরা সংসার। দুই পুত্রকে নিয়ে ভালোই আছেন ১১ বছরের বিবাহিত জীবনে। কিন্তু এতদিন পর অভিনেত্রী প্রকাশ্যে আনলেন যে কেন তিনি সইফকে বিয়ে করেছিলেন।
স্রেফ বাচ্চার জন্য সইফকে বিয়ে করেছিলেন করিনা?
এগারো বছরের সংসার তাঁদের। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অন্যের পিঠ চাপড়ে দেন তাঁরা। বলা ভালো একে অন্যের সব থেকে বড় চিয়ার লিডার। তবে নবাব পত্নী করিনা প্রথমে কেন সইফকে বিয়ে করেছিলেন সেটা এতদিন পর ফাঁস করলেন! কফি উইথ করণে এসে জানালেন আসল কারণ।
সইফের প্রসঙ্গে কফি উইথ করণে কী বললেন করিনা?
২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। তবে বিয়ের আগে প্রায় পাঁচ বছর তাঁরা লিভ ইন করেছিলেন। তারপর কেন বিয়ে করেন সেটাই এত বছর পর খোলসা করলেন অভিনেত্রী।
এদিন করণকে অভিনেত্রী বলেন, 'আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? নইলে এমনই লিভ ইন তো করাই যায় আজকালকার দিনে। আমি আর সইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর বিয়ে করেছিলাম কারণ তখন আমরা সন্তান নিতে চেয়েছিলাম।'
বর্তমানে সইফ এবং করিনার দুটি সন্তান জেহ এবং তৈমুর। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। এরপর ২০২১ সালে আসে তাঁদের দ্বিতীয় সন্তান জেহ ওরফে জাহাঙ্গির। দিওয়ালির রাতে গোটা পরিবারকে নিয়ে ছবি দিয়েছিলেন করিনা। এদিন তিনি কফি উইথ করণ সিজন ৮ -এ বৌদি আলিয়া ভাটের সঙ্গে অতিথি হয়ে আসবেন। সেখানে তাঁকে এক বিশেষ পরামর্শ দিতে দেখা যাবে আলিয়াকে।
আলিয়া ভাটকে কী বলছেন করিনা কাপুর খান?
মাত্র এক বছর বয়স রাহার। গত বছর ৬ নভেম্বর জন্ম হয় রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ের। ছোট্ট রাহার সঙ্গেই এখন দিনের অনেকটা সময় কাটে তার বাবা মায়ের। আবার দুজনে ঝগড়াও করেন কে দিন শেষে কে কত বেশি ওর সঙ্গে সময় কাটালেন সেটা নিয়ে। তাই ভাই এবং ভাইয়ের বউয়ের এই ঝামেলা মেটানোর জন্য কফি উইথ করণে এসে আলিয়াকে একটি বিশেষ বুদ্ধি দিলেন করিনা কাপুর খান। কী হয়েছে বিষয়টা?
এদিন আলিয়াকে বলতে শোনা যাবে, 'কখনও কখনও রাহার জন্য আমাদের বাড়িতে ঝগড়া লেগে যায়। আমরা একে অন্যকে বলি তুমি এতক্ষণ ওকে নিয়েছ এবার আমায় দাও।' এটা শুনেই করিনা তাঁকে পরামর্শ দিয়ে (নাকি মজা করেই) বলেন, 'এটাই কিন্তু লক্ষণ। আরও একটা সন্তান নিয়ে নাও তাহলে তোমাদের দুজনের কাছেই একটি করে সন্তান থাকবে।'