তাঁদের ইচ্ছা ও কথা মতো আদিরার ছবি না তোলার জন্য, এবং গোপনীয়তাকে সম্মান করার জন্য পাপারাৎজিকে ধন্যবাদ জানাতেও ভোলেননি রানি মুখোপাধ্যায়। রানি বলেন ‘এটা ওরা জানে। আদিরার জন্মের সময় থেকেই, তাই আমি সমস্ত পাপারাৎজি এবং সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই।’
রানি-আদিত্য
সম্প্রতি, Koffee With Karan-এর হট সিটে হাজির হয়েছিলেন 'মুখার্জি সিস্টার্স' কাজল ও রানি। সেখানে তাঁদের সামনেই বহু অজানা, গোপন তথ্য ফাঁস করেছেন করণ জোহর। রানি ও কাজলও বহু অজানা কথা জানিয়েছেন। যার মধ্যে রয়েছে অত্যন্ত চর্চিত একটি বিষয়, রানি কন্যা আদিরাকে কেন ক্যামেরার সামনে আনা হয় না? কেন আদিরা চোপড়ার ছবি পোস্ট করা হয় না?
করণ জোহর রানিকে বলেন, ‘কেউ কখনও আদিরার একটি ছবিও পায়নি। আমি জানতে চাই, আপনি কীভাবে এগুলি পরিচালনা করেন?’ রানি উত্তরে বলেন, ‘আমি তাদের (পাপারাৎজি) বলেছি শিশুর ছবি তুলবেন না। ওরা আমার চোখের দিকে তাকায় এবং বেশ ভয় পায়।’
তবে তাঁদের ইচ্ছা ও কথা মতো আদিরার ছবি না তোলার জন্য, এবং গোপনীয়তাকে সম্মান করার জন্য পাপারাৎজিকে ধন্যবাদ জানাতেও ভোলেননি রানি মুখোপাধ্যায়। রানি বলেন ‘এটা ওরা জানে। আদিরার জন্মের সময় থেকেই, তাই আমি সমস্ত পাপারাৎজি এবং সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই। ওরা সত্যিই আমাকে ভালবাসেন কারণ ওরা আমার ইচ্ছাকে সম্মান দিয়েছেন।’
এখানেই শেষ নয়, কেন আদিত্য চোপড়া এবং তিনি মেয়ে আদিরার ছবি প্রকাশ্যে আনতে চান না সেকথাও খোলসা করেছেন রানি। তিনি বলেন, ‘ওরা (পাপারাৎজি) জানেন আদি কেমন। আর এই সিদ্ধান্তটা আমাদের একসঙ্গে নেওয়া একটা সিদ্ধান্ত। আমরা আদিরার ছবি প্রকাশ্যে আনতে চাই না। কারণ আমাদের আলাদা ভাবনা রয়েছে। আমরা কীভাবে আদিরাকে বড় করতে চাই, তা আমাদের কাছে স্পষ্ট। যাতে ও স্কুলে বিশেষ সুবিধা বা না পায়, আর পাঁচজন শিশুর মতোই বড় হতে পারে। আর এটা তখনই সম্ভব যদি ওর ছবি প্রকাশ্যে না আসে, ওকে কেউ না আমাদের সন্তান বলে চেনে।। তাই মা হওয়ার প্রথম বছর যখন আমি আদিরাকে নিয়ে বেড়াতে বের হয়েছিলান, তখনই সকলকে অনুরোধ করেছিলাম, যাতে কেউ ছবি না তোলে। সকলে আমাদের অনুরোধকে সম্মান করেছেন।’