বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা পুরো এনার্জি নিয়ে এসেছেন করণ জোহরের কফি কাউচে। করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন দু'জনে। আলিয়া ভাটও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন এই ছবিতে।
বিখ্যাত চ্যাট শো ‘কফি উইথ করণ’য়ে এসে অনেক সেলিব্রিটি তাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা তথ্য ফাঁস করেছেন। চলতি সিজনও তার ব্যতিক্রম নয়। শো চলাকালীন বরুণ ডেটিং পর্ব থেকে সিদ্ধার্থ এবং কিয়ারা সম্পর্কে কিছু আকর্ষণীয় গল্প জানান। আরও পড়ুন: শিল্পার ভালো থাকার জায়গা কোনটা? বিবাহবার্ষিকীতে দিলেন সেই ঠিকানা
যদিও বিয়ের পিঁড়িতে বসার আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে টু শব্দটি করেননি সিদ্ধার্থ-কিয়ারা। এ বিষয় করণ জোহর বলেছেন, ‘আমার মনে আছে ওদের (সিদ্ধার্থ এবং কিয়ারা) মধ্যে কোনও একটা বিষয়ে ঝামেলা হয়েছিল, সিদ্ধার্থের গায়ে ধুম জ্বর এসেছিল কিন্তু তাও সিদ্ধার্থ আমার পার্টিতে এসেছিল। তবে ব্যাপারটা খুব মিষ্টি ছিল, কারণ দু-ঘণ্টা বাদে ওরা দুজনে পাশাপাশি বসে খাবার খাচ্ছিল, এমনকি কিয়ারা ওকে খাইয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, এটাই হবে, ওদের দুজনের মধ্যে কিছু হবে’।