‘ডাকের সাজ’ কথাটা শুনলেই সর্বপ্রথম মাথায় আসে দুর্গাপুজোর ডাকের সাজের কথা। ‘ডাকের সাজ’ অর্থাৎ শোলার তৈরি বিশেষ অলংকার। এবার সেই 'ডাকের সাজ' দিয়েই ব্রিটের রাজা-রানির জন্য মুখোশ বানালেন খ্যাতনামা বাঙালি ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। সব্যসাচীর ডিজাইন করা শোলার তৈরি সেই মুখোশ পরে হাঁটলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
সম্প্রতি লন্ডনে আয়োজিত হয়েছিল 'দ্য অ্যানিম্যাল বল'। 'এলিফ্যান্ট ফ্যামিলি' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পাশে দাঁড়াতে ও তহবিল সংগ্রহ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে সংস্থাটি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করে। সেই সংস্থার পাশে দাঁড়াতে আয়োজিত 'দ্য অ্যানিম্যাল বল' অনুষ্ঠানে ছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। আর সেখানেই সব্যসাচীর ডিজাইন করা শোলার তৈরি মুখোশে চোখ ঢেকে হাঁটলেন ব্রিটেনের রাজা-রানি। সব্যসাচী মুখোপাধ্যায় নিজেই সেই ছবি সোশ্যল মিডিয়ায় পোস্ট করেছেন। অনুষ্ঠানে চিরাচরিত বাঙালির ঐতিহ্যবাহী সাদা পাঞ্জাবি-পাজামা ও শাল গায়ে উপস্থিতও ছিল খ্যাতনামা বাঙালি ফ্যাশান ডিজাইনার।
সব্যসাচীর তৈরি এই মুখোশটি শোলা দিয়ে তৈরি করা সূক্ষ কারুকাজের মাধ্যমে হাতির মুখের আকৃতি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন-'তামিল ছেড়ে এবার সেক্রেড গেমস'-এর কপি!' আবার প্রলয়ের জন্য রাজকে ঠুকলেন রাহুল
আরও পড়ুন-'আমার জামাই ভালো, মেয়েকে বোঝে', সেদিন প্রকাশ্যেই জিতুর প্রশংসা করেছিলেন নবনীতার মা