4 মিনিটে পড়ুন Updated: 06 Feb 2023, 07:04 PM IST লেখক Suman Roy
Kiara Advani-Sidharth Malhotra wedding live updates: বিয়ের পরেই নাকি একটি দামি জিনিস কিনতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। কী সেটি?
বিয়েবাড়ি সেজে উঠছে।
একে একে হাজির হচ্ছেন অতিথিরা। সাজতে শুরু করেছে সূর্যগড় কেল্লা। দেখে নিন, কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে কী কী হচ্ছে।
06 Feb 2023, 07:04 PM IST
পৌঁছে গেলে জুহি চাওলা
বিয়ের অনুষ্ঠানে হাজির হতে জয়সলমের পৌঁছে গেলেন জুহি চাওলা। সঙ্গে তাঁর বর। বিমানবন্দরের বাইরে সাংবাদিকরা জানতে চান, হবু দম্পতিকে কী বলতে চান তিনি? উত্তরে জুহি বলেন, ওঁদের অনেক শুভেচ্ছা। দারুণ জুটি ওঁরা। প্রার্থনা করি, ওঁদের ভবিষ্যৎ খুব শুভ হবে।
06 Feb 2023, 04:07 PM IST
বিয়ে বাড়ি চললেন জুহি চাওলা
কিয়ারা আদবানির সঙ্গে তাঁর সম্পর্কের কথা অনেকেই জানেন। জুহি চাওলাই যে তাঁকে বলিউডের অন্দরমহলের সঙ্গে পরিচিত করে তুলেছিলেন, সে কথাও শুনেছেন অনেকেই। এহেন জুহি চাওলা রওনা হয়ে গিয়েছেন বিয়ে বাড়ির জন্য। বিমান থেকে ছবি দিয়ে নিজেই জানালেন সে কথা।
06 Feb 2023, 04:01 PM IST
কড়া নিরাপত্তা সূর্যগড় কেল্লার বাইরে
সূর্যগড় কেল্লার বাইরে কড়া হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তাকর্মীদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তেমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
06 Feb 2023, 02:13 PM IST
বিয়ের পরেই নাকি বড় খরচ সিদ্ধার্থের
খবর পাওয়া যাচ্ছে, বিয়ের পরেই নাকি নিজেদের জন্য একটি নতুন বাড়ি কিনতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। কারণ পুরনো বাড়িতে থাকবেন না দম্পতি। আর তাই মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে বাড়ি দেখার কাজ। আপাতত বেশ কয়েকটি বাংলো সিদ্ধার্থর মনে ধরেছে। সেগুলিকে তালিকায় রেখেছেন তিনি। বিয়ের সব কাজকর্ম মিটে গেলে, সেগুলির মধ্যে থেকে একটিকে বেছে নেবেন তিনি। তেমনই জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্রে। যদিও কবে এই কাজটি হবে, সে সম্পর্কে এখনই কিছু জানা যায়নি।
06 Feb 2023, 01:42 PM IST
বিয়ের জন্য আয়োজন হচ্ছে বিরাট খাবারদাবারের, মেনুতে কী কী
শোনা যাচ্ছে রাজস্থানের নানা অথেন্টিক খাবার থাকছে। সঙ্গে অতিথিদের জন্য থাকবে চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব। বাদ পড়ছে না মোগলাই খানাও। পঞ্জাবের বিখ্যাত মাকাইয়ের রুটি আর সরষো কা শাকও। ডেজার্টেও কিন্তু রয়েছে একাধিক অপশন। লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া। বিস্তারিত পড়ে নিন এখানে: কোনটা ছেড়ে কোনটা খাবেন! সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মেনু দেখলে চোখ কপালে উঠবে
বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো বলে উপরের ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেরই দাবি এটি কিয়ারা-সিদ্ধার্থের সঙ্গীতের অনুষ্ঠানের ভিডিয়ো। কোনও অতিথি লুকিয়ে তুলেছেন। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। এটি ২০২০ সালে তোলা একটি ভিডিয়ো। আরমান জৈন এবং অনীশা মালহোত্রার বিয়ের অনুষ্ঠানের।
06 Feb 2023, 12:04 PM IST
কিয়ারার ভাইয়ের তরফে বিশেষ উপহার
জানা গিয়েছে, বিয়ের আগের দিন, অর্থাৎ সোমবার কিয়ারার ভাই বিশাল বহু দম্পতির জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছেন। কী সেই উপহার? তিনি নাকি একটি স্পেশাল গান গাইবেন তাঁদের জন্য। তার জন্য চলছে জোরদার প্রস্তুতি। সঙ্গে কোরাসে গলা মেলাবেন পরিবারের আরও অনেকে। সেই গানের ভিডিয়োও হয়তো পরে দেখা যাবে।
06 Feb 2023, 11:39 AM IST
সিদ্ধার্থ না কিয়ারা, রাজস্থানে বিয়ে করার শখ কার ছিল?
রাজস্থানে রাজকীয় মেজাজে বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। আপাতত খবর ৭ জানুয়ারি হবে শুভকাজ। তবে কার পছন্দে বাছা হল রাজস্থান, ফাঁস করলেন শেরশাহ অভিনেতার ঠাকুমা। জয়সলমেরে পৌঁছনোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা গেল সিদ্ধার্থের মায়ের মা অর্থাৎ দিদাকে।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে উপস্থিত অতিথিদের সূত্রে জানা গিয়েছে, দুপুরে উপস্থিত লোকজেনর জন্য বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে হাজির থাকবেন কিয়ারা এবং সিদ্ধার্থ। তাঁরাই অতিথিদের আপ্যায়ন করবেন।
06 Feb 2023, 11:20 AM IST
চলছে রাজস্থানের লোকসঙ্গীত পরিবেশন
রাজস্থানি ছোঁয়া লেগেছে এই বিয়েতে। হবু বর যতই পাঞ্জাবি হোক আর কনে যতই সিন্ধ্রি হোক, বিয়ে জমেছে রাজস্থানি সুরে। ইতিমধ্যেই তাঁদের বিবাহ বাসর যেখানে বসবে সেই সূর্যগড়ের প্রাসাদ সেজে উঠেছে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল রাজস্থানি গান নাচ। জয়সলমের বিমানবন্দরের বাইরেই তাঁদের আসর জমাতে দেখা গেল। মনে করা হচ্ছে অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্যই এই আয়োজন। বিস্তারিত পড়ুন এখানে: সিড-কিয়ারার বিয়ে জমজমাট! করণ-শাহিদদের স্বাগত জানাতে চলছে রাজস্থানি নাচ-গান
06 Feb 2023, 11:05 AM IST
ভাইরাল হল কিয়ারার ভিডিয়ো
গতকালই রাজস্থানে পৌঁছেছেন কিয়ারা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনীশ মালহোত্রার সঙ্গে বিমানে করে পৌঁছোলেন তিনি। সোমবার সকালে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। দেখে নিন তার ঝলক।
06 Feb 2023, 11:01 AM IST
হবু বউয়ের প্রশংসায় পঞ্চমুখ, কী বললেন সিদ্ধার্থ
রাত পোহালেই বিয়ে সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আদবানির। হবু বউয়ের ব্যাপারে একবার খুব প্রশংসা করেছিলেন ‘শেরশাহ’ নায়ক। শেরশাহ ছবিতে কাজ করার সময় কাছাকাছি আসেন সিদ্ধার্থ আর কিয়ারা। শোনা যায় এই প্রেমে অনুঘটকের কাজ করেছিলেন করণ জোহর। প্রায় দু বছরের বেশি সম্পর্কে থাকার পর অবশেষে পরিণতি পেতে চলেছে এই সম্পর্ক। সিদ্ধার্থ কী বলেছেন কিয়ারা সম্পর্কে? জেনে নিন এখান থেকে: হবু বউয়ের প্রশংসায় পঞ্চমুখ, কিয়ারার ব্যাপারে কী বললেন সিদ্ধার্থ?
06 Feb 2023, 10:58 AM IST
সিদ্ধার্থ আর কিয়ারার জন্য আসছে শুভেচ্ছাবার্তা
দু’জনের জন্য বলিউড থেকে আসছে শুভেচ্ছাবার্তা। বোমান ইরানি আর গওহর খান একেবারে সকাল সকাল পাঠিয়ে দিয়েছেন শুভেচ্ছাবার্তা। লিখেছেন, দুই তারকারই আগামী জীবন যেন খুব সুখের হয়।
06 Feb 2023, 10:32 AM IST
বিয়ের ছবি দেখা যাবে কীভাবে?
বিয়ের ছবি যাতে বাইরে না বেরোয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল ফোন নিয়েও ভিতরে ঢোকা যাবে না। ফলে সঙ্গে সঙ্গে বিয়ের ছবি বাইরে আসার সম্ভাবনা প্রায় নেই। পেশাদার আলোকচিত্রীদের তোলানো হবে বিয়ের ছবি। আর তার পরেই সেগুলি তুলে দেওয়া হবে সংবাদমাধ্যমের হাতে। দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতেও। আপাতত তার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
06 Feb 2023, 10:11 AM IST
কে সাজাচ্ছেন কিয়ারাকে?
জানা গিয়েছে, কিয়ারার ঘনিষ্ঠ মেকআপ শিল্পী স্বর্ণলেখা গুপ্ত এই দিনের জন্য সাজাচ্ছেন তাঁকে। তিনিও পৌঁছে গিয়েছেন জয়সলমেরে।
06 Feb 2023, 09:57 AM IST
নাচবেন করণ জোহর আর শাহিদ কাপুর?
নিজের টক-শোয়ে এ কথা বলেছিলেন করণই। ‘কফি উইথ করণ’-এর সেই পর্বে শাহিদের সঙ্গে মজার ছলেই বলেছিলেন, করিয়া-সিদ্ধার্থের বিয়েতে ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে নাচবেন তাঁরা। আর সেটিই এখন অনুরাগীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সত্যিই কি নাচতে চলেছেন তাঁরা?
06 Feb 2023, 09:41 AM IST
কত জন হাজির হচ্ছেন বিয়ের অনুষ্ঠানে?
জানা গিয়েছে তাঁদের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের সংখ্যা ১০০। এখানে রয়েছে বলিউড থেকে দেশের গণ্যমান্য ব্যক্তিরা। নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতেই তাঁরা সাত পাক ঘুরবেন।
06 Feb 2023, 09:25 AM IST
বিয়ের তারিখে বদল
শোনা গিয়েছিল, ৫ জানুয়ারি, রবিবার সিদ্ধার্থ-কিয়ারার সঙ্গীত এবং মেহেন্দির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং ৬ জানুয়ারি বসবে বিয়ের বাসর। কিন্তু শেষ পর্যন্ত বদলে গেল বিয়ের দিন। বলিপাড়ার এই জনপ্রিয় জুটি ৬ তারিখ নয়, বরং ৭ জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন।
06 Feb 2023, 09:21 AM IST
হাজির ইশা আম্বানি, সঙ্গে স্বামী আনন্দ পরিমল
ছোট থেকেই দু’জনে দারুণ বন্ধু। একসঙ্গে স্কুলেও পড়েছেন। সেই ইশা আম্বানি এবার হাজির হলেন বান্ধবী কিয়ারার বিয়েতে। সঙ্গে এসেছেন স্বামী আনন্দ পরিমল।