গতকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি নিজেদের জীবনের সবথেকে বড় সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। শুক্রবার ইনস্টাগ্রামে দুজনের হাতে ধরা একটি ছোট্ট শিশুর মোজার ছবি পোস্ট করেছিলেন এই তারকা দম্পতি।
ছোট্ট মোজার ছবি পোস্ট করে ক্যাপশনে কিয়ারা লিখেছিলেন, আমাদের জীবনের সবথেকে বড় উপহার। খুব শীঘ্রই আসছে। তবে নির্ধারিত কোনও তারিখ বা অন্য কোনও বিবরণ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেননি তাঁরা। তবে সিদ্ধার্থ এবং কিয়ারার পোস্ট দেখে তাঁদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
প্রসঙ্গত, ছোট্ট অতিথি আসার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছিলেন কিয়ারা এবং সিদ্ধার্থকে। ঈশান খট্টর কমেন্ট করে লিখেছেন, অভিনন্দন বন্ধুরা। নিরাপদে হোক সবকিছু। শিল্পা শেট্টি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, অভিনন্দন, অনেক ভালোবাসা। দক্ষিণী অভিনেত্রী সামান্থা ভালোবাসা জানিয়ে লিখেছেন, ও মাই গড!! অভিনন্দন।
আরও পড়ুন: পুরনো পরিচালক গিল্ডে ঘর ওয়াপসি সৃজিত, রাহুল, অরিন্দমদের! নতুন গিল্ডকে কি ব্রাত্য করল ফেডারেশন?
আরও পড়ুন: 'একদম প্রথম দিন থেকে…', বড় পর্দায় ফের 'সাধক বামাক্ষ্যাপা' রূপে ফেরা নিয়ে অকপট সব্যসাচী
সুসংবাদ ভাগ করে নেওয়ার ঠিক একদিনের মাথায় এবার কিয়ারাকে দেখা গেল ক্যামেরার সামনে পোজ দিতে। একটি সাদা রঙের শর্ট কো-অর্ড ড্রেস পরে ছবি শিকারীদের সামনে পোজ দিতে দেখা গেল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রী সেই ভিডিয়ো।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোজ দিলেন কিয়ারা। শুধু তাই নয়, আগামী নতুন অতিথির জন্য শুভেচ্ছা জানাতেই লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী। মাথা নাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে নির্ধারিত ভ্যানিটি ভ্যানের দিকে এগিয়ে যান ‘শেরশাহ’ খ্যাত অভিনেত্রী।
আরও পড়ুন: 'আজ অবধি স্ট্র্যাটেজি করতে পারিনি', হঠাৎ কেন এমন বললেন যিশু?
আরও পড়ুন: ছেড়েছেন মদ খাওয়া, জীবনের বদল সম্পর্কে হানি সিং বললেন, 'এখন আমি খালি...'
উল্লেখ্য, ‘শেরশাহ’ সিনেমার শ্যুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তাঁরা, ২০২২ সালে কফি উইথ করণ অনুষ্ঠানে এসে প্রথম নিজেদের ভালোবাসার কথা স্বীকার করেছিলেন তাঁরা, অবশেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানে আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি।