২০০৬ সালে দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘খোসলা কা ঘোঁসলা’ মুক্তি পেয়েছিল, যে সিনেমা সেই সময় তৈরি করেছিল একটি ইতিহাস। এবার ২০ বছর পর আসতে চলেছে খোসলা কা ঘোঁসলা ২। হুমা কুরেশিকে নিয়ে তৈরি হতে চলেছে এই সিনেমার দ্বিতীয় পর্ব।
২০০৬ সালে অনুপম খের, বোমান ইরানি, রণবীর শোরে, বিজয় রাজ এবং প্রবীণ দাবাসের মতো দুর্দান্ত অভিনেতাদের নিয়ে তৈরি হয়েছিল খোসলা কা ঘোঁসলা। ব্যঙ্গাত্মক কমেডি নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি সেই সময় তৈরি করেছিল একটি মাইলফলক।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
এবার সেই জনপ্রিয় সিনেমার দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে। ২০ বছর পর বড় পর্দায় আসতে চলেছে ‘খোসলা কা ঘোঁসলা ২’। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে শ্যুটিং।
সূত্র থেকে আরও জানা গিয়েছে, এই ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন হুমা কুরেশি। সমস্ত সইসাবুদ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। টি সিরিজ প্রযোজনায় তৈরি হওয়া এই সিনেমাটি ঠিক আগের পর্বের মতোই হতে চলেছে কমেডি ভিত্তিক ছবি।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
তবে এই সিনেমায় অনুপম খের বা বোমান ইরানি অভিনয় করবেন কিনা সেটা জানা যায়নি। তবে হুমা যে অভিনয় করবেন, সেই বিষয়ে কোনও দ্বিরুক্তি নেই। ছবিটি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে।
হুমা সর্বশেষ অভিনয় করেছিলেন ‘ডাবল এক্সেল’ সিনেমায়। এই সিনেমায় সোনাক্ষি সিনহার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এবার আবার বড় পর্দায় আসতে চলেছেন হুমা একেবারে অন্যরকম একটি চরিত্র নিয়ে।