কৌন বনেগা ক্রোড়পতিতে চলছে স্টুডেন্টস স্পেশ্যাল উইক। এবার কেবিসি-র মঞ্চে আরাধ্যা বচ্চনের জন্য নিজের লেখা বই উপহার হিসেবে নিয়ে এসেছিল বর্ণিকা কোঠারি নামের এক কিশোরী প্রতিযোগী। নাতনির জন্য নিয়ে আসা সেই উপহার আনন্দের সঙ্গে গ্রহণ করলেন কেবিসির সঞ্চালক অমিতাভ বচ্চন। প্রসঙ্গত, এই সপ্তাহে স্কুলের পড়ুয়াদের প্রশ্ন করবেন অমিতাভ হট সিটে বসে।‘কৌন বনেগা ক্রোড়পতি’তে তাদের সঙ্গে গেম শো খেলার পাশাপাশি আড্ডা-গল্প-খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে বিগ বি-কে।বর্ণিকা নামের ওই প্রতিযোগী জানান যে এই 'ক্লারা জ্যাকসন' বইটি তাঁরই লেখা। শুধু তাই নয়, এই বই লেখার সুবাদেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবথেকে অল্পবয়সী কল্পবিজ্ঞান লেখক হিসেবে তাঁর নামও উঠেছে। দৃশ্যতই নাতনির জন্য এই খুদে প্রতিযোগীর এহেন সৌজন্যবোধ দেখে আপ্লুত হন 'বিগ বি'। বর্ণিকাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অমিতাভ জানান তিনি নিজের হাতে আরাধ্যার হাতে এই বই তুলে দেবেন এবং তাঁর দৃঢ় বিশ্বাস এই উপহার আরাধ্যার খুবই পছন্দ হবে। প্রসঙ্গত, গত নভেম্বরেই দশ বছরে পা দিয়েছে আরাধ্যা। অভিষেক এবং ঐশ্বর্য তাঁদের সন্তানের জন্মদিন পালন করতে উড়ে গেছিলেন মলদ্বীপে।উল্লেখ্য, এই সপ্তাহে এই খুদেরা যে ধনরাশি জিতবেন তা পয়েন্ট হিসেবে গচ্ছিত থাকবে, এবং ১৮ বছর হওয়ার পর তাঁরা তা ব্যবহার করতে পারবেন।