ফেডারেশনের সঙ্গে ঝামেলার জের? স্থগিত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির শ্যুটিং। জানা যাচ্ছে, সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গে গিয়ে ছবির শ্যুটিং শুরুর কথা ছিল পরিচালকের। তবে ফেডারেশনের শর্তের জেরেই নাকি আপাতত ছবির শ্যুটিং স্থগিত। যদিও কারণটা ফেডারেশন কিংবা কৌশিক কেউই স্পষ্ট করেননি। যেদিন উত্তরবঙ্গে গিয়ে শ্যুটিং করার কথা ছিল তার আগের দিন ফেডারেশনের তরফে পরিচালককে জানানো হয় টেকনিশিয়ানরা তাঁর ছবিতে কাজ করতে পারছেন না। টলিপাড়ায় গুঞ্জন, ফেডারেশনের নিয়মনীতির বিরোধিতার জন্যই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে কোপ পড়েছে।
মাসখানেক আগেই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছিলেন, টলিউডের ৬০ শতাংশ পরিচালকের বিরুদ্ধেই মিটু-র অভিযোগ রয়েছে। তাতে আপত্তি জানায় পরিচালক সংগঠন। পাশাপাশি ফেডারেশনের নিয়মবিধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মানহানির মামলা করা হয় স্বরূপের বিরুদ্ধে। এই প্রতিবাদে সামিল হয়েছিলেন কৌশিকও। এখন প্রশ্ন সেই কারণেই কি তাঁর ছবি করতে নারাজ টেকনিশিয়ানরা? প্রশ্ন উঠছে মামালা তোলার জন্যই কি এভাবে চাপ দেওয়া হচ্ছে?
সূত্রের খবর সোমবার ফেডারেশনের বৈঠক ছিল। সেখানে ঠিক হয় কৌশিক গঙ্গোপাধ্যায়কে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে। তবেই তাঁর ছবিতে কাজ করবেন টেকনিশিয়ানরা। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ পরিচালক। প্রযোজক প্রদীপ নন্দীর বক্তব্য, ফেডারেশনের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে কৌশিকই বোঝাপড়া করছেন। তবে সেই বোঝাপড়া যে মেটেনি, তা বেশ স্পষ্ট।