২৫ মে আদৃত রায়ের জন্মদিন। এদিন মিঠাইয়ের উচ্ছে বাবু ৩২ বছরে পা দিলেন। বিয়ের পর এটা তাঁর প্রথম জন্মদিন। আর সেই বিশেষ দিনে বরের জন্য বিশেষ পোস্ট লিখলেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। পোস্ট করলেন বেশ কিছু ছবিও।
আদৃত রায়ের জন্মদিনে কৌশাম্বি চক্রবর্তীর বিশেষ পোস্ট
কৌশাম্বি চক্রবর্তী এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে আদৃতের হাত ধরে তাঁর কপালে কপাল ঠেকিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। পরের ছবিতে দেখা যাচ্ছে বরের চুলের মুঠি ধরে আদর করে দিচ্ছেন তিনি। দুজনেই এই খুনসুটিতে হাসছেন। তাঁদের বউভাতের দিন সকালে তোলা এই ছবিগুলো। কৌশাম্বির পরনে নীল সিল্কের শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ। সঙ্গে গা ভর্তি গয়না। অন্যদিকে আদৃতের পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি।
আরও পড়ুন: ভোটের কাজের ফাঁকেই বিশেষভাবে সক্ষম ভোটারকে আলিঙ্গন দেবের, পায়ে হাত দিয়ে প্রণাম বয়স্কাকে
এই ছবিগুলো পোস্ট করে কৌশাম্বি লেখেন, 'শুভ জন্মদিন আমার সোলমেট। মনে রাখবেন সেরাটা আসতে এখনও নাকি আছে।'
এই বিষয়ে বলে রাখা ভালো গত ৯ মে তাঁরা সাতপাকে বাঁধা পড়েছেন। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এই বছর গাবরা বিয়ে করলেন। মিঠাই ধারাবাহিকের সেট থেকে শুরু হয় তাঁদের প্রেম।
কিছুদিন আগে তাঁরা গোয়ায় হানিমুনে গিয়েছিলেন। সেখানকার একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁদের গোয়ার বিভিন্ন জায়গায় রোম্যান্টিক মুডে সময় কাটাতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: শিষপ্রিয়া অঙ্কনার গানে মুগ্ধ শান্তনু - অন্তরারা, সারেগামাপার গ্র্যান্ড ওপেনিং জমলো জাভেদ আলির নাচে!
বিয়ের পর আদৃত এবং কৌশাম্বির প্রথম পোস্ট
বিয়ের পর ১০ মে প্রথম পোস্ট করলেন আদৃত রায়। তিনি ফেসবুকের পাতায় তাঁর এবং কৌশাম্বির একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁদের সিঁদুরদানের পর তিনি নতুন স্ত্রীকে কোলে তুলে নিয়েছেন। দুজনের মুখে লেগে হাসিন এক ছবিটি পোস্ট করে অভিনেতা লেখেন, 'ধন্যবাদ আমাদের আশীর্বাদ করার জন্য।' কেবল আদৃত নন, কৌশাম্বি নিজেও এদিন তাঁদের বিয়ের দুটো ছবি পোস্ট করেন। লেখেন তাঁদের চিরকালের সফর শুরুর কথা। অনেকেই তাঁদের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবনের জন্য।