২৫ মে। আজ ষষ্ঠ দফার ভোট। এদিন ঘাটাল কেন্দ্রে চলছে ভোটদান। সকাল থেকেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। কথা বলছেন ভোটারদের সঙ্গে। তারই মাঝে কিছু অনন্য মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুললেন না তিনি। সেগুলো পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।
ঘাটাল কেন্দ্রে দেব
এদিন দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেন বিভিন্ন বুথের। এমনকি গতকাল রাতেও একটি ভিডিয়ো পোস্ট করে ঘাটালের সমস্ত বাসিন্দাদের ভোট দেওয়ার আবেদন জানান। সেই পোস্টে তিনি লেখেন, 'আসুন আমরা সকলে গণতন্ত্রের বৃহত্তম উৎসবের অংশ হয়ে উঠি ও এমন এক ভারত গড়ে তুলি যেখানে প্রতিটি কণ্ঠস্বর সঠিক মর্যাদা পায় এবং প্রতিটি স্বপ্ন পূরণ হয়।'
এছাড়া ২৫ মে সকালবেলায় তিনি বিভিন্ন বুথে পৌঁছে যান। সেখানে কখনও কোনও বুথে গিয়ে বৃদ্ধ কোনও ভোটারের আশীর্বাদ নেন প্রণাম করে। কখনও আবার বিশেষ ভাবে সক্ষম ভোটারের সঙ্গে কথা বলেন। তাঁকে জড়িয়ে ধরেন। এদিন তিনি এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'আজকে আপনাদের ভালোবাসা উজাড় করে দেওয়ার দিন। আসুন নিজের ভোটটা নিজে দিন।'
শুধুই কি তাই, ভোটের দিনও দেবকে এক ঝলক দেখতে রাস্তায় ভিড় জমান মানুষ। তাঁর গাড়ির দুই পাশে থিকথিক করতে থাকে ভিড়।
দেব এদিন এই ছবিগুলো পোস্ট করতেই বহু মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'তোমার মতো ভালো মনের মানুষ কজন হয়? এই জন্যেই এতটা ভালোবাসি আমরা সকলে।' আরেকজন লেখেন, 'তোমার মতো রাজনীতি আজ পর্যন্ত দেখিনি আমি। দলের হয়ে নয় দেশের জন্য ও মানুষের জন্য লড়ো। তবে তোমার কাছে একটাই অনুরোধ ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন তোমার হাত ধরেই হয়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ভগবানের আশীর্বাদ আর আমাদের ভালোবাসা সব সময় তোমার সঙ্গে আছে, জয় হবেই।' চতুর্থ জন লেখেন, 'মানুষের তারকা আপনি।'
প্রসঙ্গত এবার ঘাটাল কেন্দ্রে দেবের বিপক্ষে আছেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি বিজেপির হয়ে লড়াই করছেন। এতদিন প্রচারের সময় কেউ কাউকে এতটুকু জায়গা ছেড়ে দেননি। এবার ৪ জুন শেষ হাসি কে হাসেন সেটাই দেখার পালা।