শুরু হয়ে গিয়েছে কৌন বনেগা ক্রোড়পতি। এবারের সিজন ১৬ তেও সঞ্চালক হিসেবে আছেন অমিতাভ বচ্চন। এদিন একটি পর্বে তবে কাছে এক প্রতিযোগী এক বিশেষ আবদার করে বসলেন। আর সেটা শুনে চমকে উঠলেন বিগ বি। কী আবদার? অমিতাভের দাড়ি ছোঁয়ার আবদার জানালেন অলকা সিং নামক এই মহিলা।
আরও পড়ুন: ২০০৯ সালে যৌন নিগ্রহের শিকার হন, ১৫ বছর পর ইমেল মারফত রণজিতের নামে পুলিশে অভিযোগ দায়ের শ্রীলেখার
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে মমতাকে একহাত নিলেন জিতু, বললেন, 'ভোটে জিতেছেন মানেই যা ইচ্ছে আইন তৈরি করবেন?'
কী ঘটেছে?
এই বারের কৌন বনেগা ক্রোড়পতিতে একটি বিশেষ অংশ যোগ করা হয়েছে যেখানে যে দুজন প্রথম ফাস্টেস্ট ফিঙ্গার রাউন্ডে সঠিক উত্তর দেবেন তাঁদের দুজনের মোকাবিলা হবে আগে। যিনি জিতবেন তিনি হটসিটে বসবেন। এদিন তেমন ভাবেই অলকা সিং এবং হরষিত ভুটানির মধ্যে এই লড়াই হয়। এবং অলকা জিতে হটসিটে আসেন।
এই রাউন্ড জেতার পরই কান্নায় ভেঙে পড়েন উত্তর প্রদেশের অলকা। তাঁকে চোখের জল মুছতে টিস্যু দেন বিগ বি। এরপর খেলা চলাকালীন অলকা অমিতাভ বচ্চনের কাছে একটি বিটকেল আবেদন করে বসেন। জিজ্ঞেস করেন তিনি কি অমিতাভ বচ্চনের দাড়ি ছুঁতে পারেন? তাঁর কথায়, 'শুনতে অদ্ভুত লাগলেও আমি কি আপনার দাড়ি ছুঁয়ে দেখতে পারি?' তখন অমিতাভ তাঁকে জিজ্ঞেস করেন তিনি কেন তবে বাবা বা ভাইয়ের দাড়ি ছুঁয়ে দেখেন না। অলকা যখন জানান তাঁদের কারও দাড়ি নেই অমিতাভ বলেন যে ঠিক আছে খেলার শেষে তিনি সঞ্চালকের দাড়ি ছুঁতে পারবেন।
এদিন শেষ পর্যন্ত অলকা সিং ৩ লাখ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি যান।
আরও পড়ুন: 'ধিক ধিক ধিক্কার, মানুষ রূপে জানোয়ার', আরজি করের বিচার চেয়ে প্রতিবাদ কলেজ ছাত্রীদের, নিমেষে ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: টলিউড আদতে 'মিষ্টি মোড়কে যৌনপল্লি', দাবি ঋতাভরীর, মমতার কাছে কী আবেদন করলেন 'ফাটাফাটি' অভিনেত্রী?