বাংলা নিউজ > বায়োস্কোপ > Katrina Kaif-Tiger 3: তোয়ালে পরে মারপিট! 'টাইগার ৩'-এর অ্যাকশন দৃশ্য কীভাবে শুট করেছিলেন ক্যাটরিনা?
পরবর্তী খবর
Katrina Kaif-Tiger 3: তোয়ালে পরে মারপিট! 'টাইগার ৩'-এর অ্যাকশন দৃশ্য কীভাবে শুট করেছিলেন ক্যাটরিনা?
1 মিনিটে পড়ুন Updated: 06 Nov 2023, 07:38 PM ISTSubhasmita Kanji
Katrina Kaif-Tiger 3: তোয়ালে পরে মারপিট! টাইগার ৩ ছবির দৃশ্য নিয়ে কী বলছেন ক্যাটরিনা কাইফ?
'টাইগার ৩'-এর অ্যাকশন দৃশ্য কীভাবে শুট করেছিলেন ক্যাটরিনা?
পাঠান ছবির পর এবার টাইগারের পালা। সমস্ত অপেক্ষায় অবসান ঘটিয়ে দীপাবলির সময়ই মুক্তি পাচ্ছে সলমন খানের টাইগার ৩। ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ভাইজানের ছবি। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ইমরান হাশমি, ক্যাটরিনা কাইফ। এই ছবিটি যে কেবল সলমন এবং ইমরানকে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে লিপ্ত হতে দেখা গিয়েছে এমনটা একদমই নয়, রয়েছে ক্যাটরিনা কাইফের টাফ লুকও। তাঁকে তোয়ালে পরে মারপিট করতে দেখা যাবে টাইগার ৩।
টাইগার ৩ ছবিতে ক্যাটরিনা
আবারও জোয়া হয়ে ফিরতে চলেছেন ক্যাটরিনা। সলমন খানের এই ছবিতে দুর্ধর্ষ মারপিটের দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনাকে। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে ক্যাটরিনা ওরফে জোয়া মুখোমুখি মিশেল লি যাঁকে ব্ল্যাক উইডো বা বুলেট ট্রেন ছবিতে দেখা গিয়েছে।
এই অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে মিডডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তুরস্কে সিনটি ক্যাপচার করা হয়। এটা কেবল একটা সাধারণ অ্যাকশন দৃশ্য নয়। এই দৃশ্যের জন্য ক্যাটরিনা এবং মিশেল বহুদিন ধরে অ্যাকশন ডিরেক্টর সি ইয়ংয়ের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। লাথি মারা থেকে পাঞ্চ সহ অনেক কিছুই দেখা যাবে এই দৃশ্যে।