কর্ণাটকেই জন্ম, কন্নড় ছবি দিয়েই অভিনয় দুনিয়ায় হাতেখড়ি। সেই কন্নড় ভাষাকেই কিনা ‘উপেক্ষা’ করছেন রশ্মিকা! সম্প্রতি 'পুষ্পা' অভিনেত্রীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক রবিকুমার গৌড়া গণিগা।
বেঙ্গালুরুতে আয়োজিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য সরকারি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন রশ্মিকা। আর তাতেই চটেছেন কংগ্রেস বিধায়ক। রবিকুমার গৌড়া গণিগার দাবি, ‘রশ্মিকাকে এইজন্য শিক্ষা দেওয়া উচিত’।
ঠিক কী বলেছেন কংগ্রেস বিধায়ক?
রবিকুমার গৌড়া গণিগা বলেন, ‘রশ্মিকা মান্দানা, যিনি কিনা কর্ণাটকে কন্নড় সিনেমা কিরিক পার্টি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। গত বছর যখন আমরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তখন তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন।’ কংগ্রেস বিধায়কের দাবি, রশ্মিকা নাকি আমন্ত্রণ ফিরিয়ে বলেছিলেন, ‘আমার বাড়ি হায়দরাবাদে, আমি জানি না কর্ণাটক কোথায়, আমার এত সময়ও নেই। আমি আসতে পারব না।’
রবিকুমার গৌড়া গণিগার দাবি, ‘আমাদের এক বিধায়ক বন্ধু রশ্মিকাকে প্রায় ১০-১২ বার তাঁর বাড়িতে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন, তবে তিনি রাজি হননি। এই ইন্ডাস্ট্রিতে কাজ করেই তিনি বড় হয়েছেন, আর কন্নড় ইন্ডাস্ট্রিকেই তিনি উপেক্ষাও করেছেন। তাই আমাদের কি উচিত নয় ওকে উচিত শিক্ষা দেওয়া?’
আরও পড়ুন-'বিপাশা-করণের হাতে কাজ নেই, ওটা ওদেরই কর্মফল', মিকার মন্তব্যে কী বলছেন বাঙালি কন্যে?