
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সাম্প্রতিক সময়ে দক্ষিণী ছবির রমরমা। বহু বলি তারকাকেই দক্ষিণে গিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় জুড়ল করিনা কাপুর খানের নাম। হ্য়াঁ, ঠিকই শুনছেন, এবার দক্ষিণী ছবিতে দেখা যাবে কাপুর কন্যাকে। জানা যাচ্ছে, দক্ষিণী তারকা যশের সঙ্গে জুটি বাঁধছেন বেবো। ছবির নাম 'টক্সিক'।
জানা যাচ্ছে, গীতু মোহনদাসের পরিচালনায় 'টক্সিক' ছবি দিয়েই দক্ষিণী সিনেমার দুনিয়াতে পা রাখছেন করিনা। যে ছবির গল্পে উঠে আসবে গোয়ার ড্রাগ মাফিয়াদের কেন্দ্র করে। এটি একটি অ্যাকশন থ্রিলার। 'টক্সিক' মূলত কন্নড় ছবি হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। এর আগে যশ অভিনীত KGF ও KGF-2 দুটিই বক্স অফিসে সুপার হিট। এটা একটা Big Budget-এর ছবি বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ছবির জন্য যশ নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন তিনি।
আরও পড়ুন-‘কী একখান গান বানাইসে’ বলে নৈহাটি কলেজে জমিয়ে নাচলেন যশ-নুসরত
আরও পড়ুন-ইরার বিয়েতে হাজির অভিনেতা ইমরান, জেইন মেরি খান, আমির খান সম্পর্কে তাঁদের কে হন?
সম্প্রতি যশ তাঁর X(পূর্বে টুইটার) হ্যান্ডেলে ছবির মোশন পোস্টার দিয়ে লেখেন, ‘তুমি যাঁকে খুজছো, সেই তোমাকে খুঁজছে।’ তবে যশের সেই পোস্টে কোনও করিনার উল্লেখ ছিল না। এমনকি 'টক্সিক'-এর নির্মাতারা এখনও অফিসিয়ালি কোনও ফিমেল কাস্টের কথা উল্লেখও করেননি। তবে সম্প্রতি করণ জোহরের চ্যাট শো KWK-এ এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন করিনা। বেবোর মুখে হঠাৎ যশের প্রশংসা শুনে অবাক হয়েছিলেন বন্ধু করণও। পরে বোঝা যায়, তখন থেকেই আসলে 'টক্সিক'-এ কাজ করার কথা চলছিল করিনার।
এই মুহূর্তে করিনার ‘বার্কিংহাম মার্ডারস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। টাবু, কৃতী শ্যাননদের সঙ্গে ক্রু-এর কাজও রয়েছে করিনার হাতে। তবে শোনা যাচ্ছে করিনা-যশের 'টক্সিক' ২০২৪ নয়, ২০২৫-এ মুক্তি পাবে। এদিকে ব্যক্তিগত ক্ষেত্রে যশ ও করিনা দুজনেই তাঁদের পরিবারের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports