কার কাছে কই মনের কথা ধারাবাহিকে যেভাবে গল্প এগোচ্ছে তাতে বেজায় ইন্টারেস্ট পেয়েছেন দর্শকরা। আর সেটা টিআরপির দিকে নজর রাখলেই বোঝা যাচ্ছে। তরতরিয়ে বাড়ছে নম্বর। আর সেখানে দাঁড়িয়ে আবারও একটা বড় চমক আনতে চলেছে এই ধারাবাহিক। বর্তমানে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখানো হচ্ছে যে শিমুলের পক্ষেই তার শাশুড়ি এবং ননদ আছে। তবে তার বর বেজায় চটে তার উপর। এমনকি তার কাছে এখন একজন পড়তেও আসে। তাদের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠতে চলেছে সেটাও স্পষ্ট। অন্যদিকে আবার শিমুলের দেওর পলাশের বিয়ে। সবটা নিয়েই জমে উঠেছে এই ধারাবাহিক। এর মধ্যেই এল নতুন টুইস্ট।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন টুইস্ট
জি বাংলার তরফে সদ্যই কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পরাগ আবার নতুন ফন্দি এঁটেছে। আগে তাকে মেরে ফেলতে চেয়েছিল পরাগ। এবার শিমুলকে সে বাড়ি থেকে বের করে দিতে বদ্ধ পরিকর।
আরও পড়ুন: 'জীবনের অন্য পার থেকে...' মা চলে গিয়েছেন কয়েক মাস আগেই, ‘প্রিয় বন্ধু’র জন্মদিনে কী লিখলেন রাজদীপ?
আরও পড়ুন: বাঙালি দর্শক দুমুখো! বিয়ে করেই বেফাঁস পরমব্রত, বললেন, 'বাংলায় জওয়ান-পাঠান হলে চলত না...'
প্রোমোতে দেখা যাচ্ছে শিমুলের বন্ধু শতদ্রু তাদের বাড়িতে এসেছে। সে যখন বেরোতে যাবে তখন পরাগ এসে বলবে শিমুল চোর। সে সব সোনার গয়না চুরি করেছে। শিমুল যখন তার শাশুড়িকে পাল্টা জিজ্ঞেস করবে যে তিনি এটা বিশ্বাস করেন কিনা তখন পরাগ আচমকাই শতদ্রুর ব্যাগ ঝেড়ে সব গয়না বের করে দেয়। এতে স্তম্ভিত হয়ে যায় শিমুলের শাশুড়ি। চমকে ওঠে সে নিজেও।
এখন দেখার পালা এটাই যে শিমুলের শাশুড়ি কি এটাই বিশ্বাস করবে যে শিমুল শতদ্রুর সঙ্গে পালানোর জন্য এই গয়না চুরি করেছে? নাকি শিমুল আবারও নিজেকে ওদের এই ফন্দি থেকে বাঁচাতে পারবে।
কার কাছে কই মনের কথা ধারাবাহিক বর্তমানে জি বাংলায় সাড়ে ছয়টায় সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মানালি দে।