ভিড়ের মধ্যে কে এই চপ্পলটি ছুড়ে মেরেছে, ঘটনাস্থলে সেই খোঁজ করতে শুরু করেন দর্শন ভক্তরা। যদিও অভিনেতা উত্তপ্ত পরিস্থিতি খুব সুন্দর করে সামাল দেন। শান্ত থাকার জন্য অনুরোধ করেন অনুরাগীদের। এরপর উত্তপ্ত জনতা ঠান্ডা হন। ঘটনাস্থনে থাকা নিরাপত্তারক্ষী এবং পুলিশরা চট করে ঘিরে ফেলেন সুপারস্টারকে। দ্রুত এলাকা থেকে বের করে নিয়ে যান তাঁকে।