বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘কেউ নিরীহ নয়, সবাই কোনও না কোনও পক্ষে লড়ছে', প্রকাশ্যে ‘রক্তপলাশ’-এর টিজার
পরবর্তী খবর
‘এই দুনিয়ায় কেউ নিরীহ নয়। সবাই কোনও না কোনও পক্ষে লড়ছে…।’ মুক্তি পেয়েছে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘রক্তপলাশ’-এর টিজার। রাজনৈতিক প্রেক্ষাপটে আসছে নতুন ওয়েব সিরিজ। জঙ্গলমহলের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গল্প ও চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। টিজারের মিউজিকে সাঁওতালি প্রভাব রয়েছে।
সিরিজে অভিনয় করছেন শিলাজিৎ, দেবদূত ঘোষ, অনন্যা সেনগুপ্ত, উৎসব মুখোপাধ্যায়, রোজা পারমিতা দে, অসীম রায় চৌধুরী, শুভজিৎ কর, মৌমিতা পণ্ডিত, দীপঙ্কর, মৌসুমি দালাল, বেবি তামান্না, কোয়েল মিত্র, সুব্রত দাসগুপ্ত ও খোদ কমলেশ্বর মুখোপাধ্যায়। দ্বিতীয় টিজার পোস্টারে শিলাজিৎ এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ের দেখা মিলেছে জঙ্গলমহলের অন্দরে। এই সিরিজের মাধ্যমেই বহুদিন পর শিলাজিৎকে পর্দায় দেখা যাবে। আরও পড়ুন: জঙ্গলমহল ও রাজনৈতিক প্রেক্ষাপটে কমলেশ্বরের ‘রক্তপলাশ’, প্রকাশ্যে প্রথম পোস্টার