বাংলা নিউজ > বায়োস্কোপ > Jordan Peterson-Singham: সিংঘমের অ্যাকশন দেখে AI নির্মিত বলে ভ্রম কানাডিয়ান লেখকের! হাসছে নেটপাড়া
পরবর্তী খবর
Jordan Peterson-Singham: সিংঘমের অ্যাকশন দেখে AI নির্মিত বলে ভ্রম কানাডিয়ান লেখকের! হাসছে নেটপাড়া
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2024, 06:45 PM ISTSubhasmita Kanji
Jordan Peterson-Singham: ২০১১ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগন অভিনীত সিংঘম। সেই ছবিতে প্রথমবার বাজিরাও সিংঘম হিসেবে ধরা দেন অজয়। সেই ছবিকে নিয়ে কী লিখলেন জর্ডান পিটারসন।
সিংঘমের অ্যাকশন দেখে AI নির্মিত বলে ভ্রম কানাডিয়ান লেখকের
জর্ডান পিটারসন হলেন একজন বিখ্যাত কানাডিয়ান সাইকোলজিস্ট এবং লেখক। তিনি সম্প্রতি একটি পোস্ট করেছেন বলিউড ছবি সিংঘমকে নিয়ে। যদিও বর্তমানে সেই পোস্ট তিনি ডিলিট করে দিয়েছেন।
তিনি এদিন সিংঘম ছবির একটি দৃশ্য পোস্ট করেন সেখানে একটি স্করপিও গাড়িতে নিয়ে অ্যাকশন করতে দেখা যাচ্ছে অজয়কে। সেই ছবিটি এদিন পোস্ট করে তিনি লেখেন, 'গুডবাই হলিউড।' আর তারপরই অনেকেই তাঁর ভুল ধরিয়ে দেন। বলেন এটা আদৌ কোনও হলিউডি ছবি নয়, বরং এটা একটি জনপ্রিয় তথা ব্লকবাস্টার বলিউড ছবি।
এদিন জর্ডান একই সঙ্গে তাঁর পোস্টে দাবি করেন যে সিনটি নাকি AI অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে বানানো হয়েছে। কিন্তু তাঁর সেই ভ্রমও ঠিক করে দেয় নেটিজেনরা। তাঁরা জানান এই ছবিটি তখন বানানো হয়েছে যখন AI কনসেপ্টটাই ছিল না। গোটা সিনটা অজয় দেবগন নিজেই করেছেন বলে তাঁরা সকলে জানান। অনেকে আবার IMDB এর লিঙ্ক শেয়ার করে দেন এই ছবির সেই পোস্টের কমেন্টে। কেউ আবার রোহিত শেট্টির এই ছবিটির ক্লিপের লিঙ্কও পোস্ট করেন।
রোহিত শেট্টি পরিচালিত সিংঘম ফ্র্যাঞ্চাইজির প্রথম ভাগের ছবিটি ২০১১ সালে মুক্তি পায়। সেখানে বাজিরাও সিংঘম হিসেবে ধরা দেন অজয় দেবগন। আজ রোহিত শেট্টির কপ ইউনিভার্স বেশ। বড় আর কদিন পরেই আসছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি সিংঘম এগেন। সেখানে অজয় দেবগন সহ রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রমুখকে দেখা যাবে।