জোনাকি মুখোপাধ্যায়ের প্রথম মিউজিক ভিডিয়ো। মুক্তি পেয়েছে ‘সুজন আমার ঘরে কেন আইল না’। লোকগান এর আগেও বহুবার শোনা শ্রোতাদের। তবে এই গানটি সম্পূর্ণ নতুন রূপে প্রকাশ পেয়েছে জোনাকি মুখোপাধ্যায়ের গলায়। পেশায় মনোবিদ এবং শিক্ষিকা তিনি। ছোটবেলা থেকেই গান করতে খুব ভালোবাসেন।ওস্তাদ সাগিরুদ্দিন খাঁ সাহেব, অশোকতরু বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং দেবব্রত বিশ্বাস মহাশয়ের কাছে থেকে গানের তালিম নিয়েছেন ড. জোনাকি মুখোপাধ্যায়। গানকে পেশা হিসাবে বেছে নেবেন এমনটা কোনওদিনই ভাবেননি তিনি।জোনাকি মুখোপাধ্যায় বলেন, ‘আমি গান শিখেছি, গান গাইতে আমি ভালোবাসি, গান শুনতে, গান নিয়ে চর্চা করতে ভালোবাসি। কিন্তু আমি কোনোদিনই কোনও মিউজিক ভিডিয়ো বানানোর প্রচেষ্টা করিনি এর আগে। কিন্তু যখন প্রসূনবাবু আমাকে এই গানটির কথা বলেন তখন আমি এককথায় রাজি হয়ে যাই। আমি ভাবলাম এই গানের মাধ্যমে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারব, কারণ এই গান গ্রাম-বাংলার কথা বলে, মানুষের কথা বলে, বন্ধনের কথা বলে’। এই মিউজিক ভিডিয়োর অরেঞ্জমেন্টের দায়িত্বে খ্যাতনামা কম্পোজার দেবজ্যোতি মিশ্র। সম্পর্কে তিনি জোনাকি মুখোপাধ্যায়ের স্বামীও। জোনাকি-দেবজ্যোতির এটিই একসঙ্গে প্রথম কাজ।পরিচালনায় প্রসূন বন্দ্যোপাধ্য়ায়। পেশায় পশ্চিমবঙ্গের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসাবে কর্মরত প্রসূনবাবু একজন সৃজনশীল এবং সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ। তিনি বলেন, ‘কর্মসূত্রে যেখানেই আমি পোস্টিং পাই, সেখানকার মানুষদের নিয়ে একত্রে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করি সবসময়। এই গানটি তৈরির সময় আমি ছিলাম দক্ষিণ দিনাজপুরে। যদিও এখন আমি আছি ঝাড়গ্রামে।’ভিডিয়োটিতে নৃত্য পরিবেশনা করেছেন দক্ষিণ দিনাজপুরের 'বীণানিক্কন কেন্দ্র'। 'ভাবনা রেকর্ডস'-এর হাত ধরে তাঁদের অফিসিয়াল ইউটিউব পেজে গানটি মুক্তি পেয়েছে। এককথায় গ্রাম বাংলার স্বাদ মিলবে এই গানের মাধ্যমে।