প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে 'জওয়ান'-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। লেখা হয়েছে ‘The journey of a shot’। ক্য়াপশানে লেখা হয়েছে, 'জওয়ানের সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যগুলির মধ্যে একটি, কীভাবে তৈরি হয়েছে দেখে নিন!
জওয়ান-শাহরুখ
'জওয়ান' দেখেছেন? তাহলে নিশ্চয় বিক্রম রাঠোর (শাহরুখ), তাঁর ছেলে আজাদ (শাহরুখ) এবং তাঁর মহিলা বাহিনীর শত্রুপক্ষের পিছনে ধাওয়া করার দৃশ্যটি মনে আছে? রাস্তার মধ্যে চলছিল সেই ‘কার চেজ সিকোয়েন্স’টি। যেখানে শত্রুপক্ষের একের পর এক গাড়ি উড়িয়ে দিতে দেখা গিয়েছে বিক্রম ও আজাদকে। ভয়ানক সেই অ্যাকশন দৃশ্য। এই অ্যাকশন দৃশ্যটি পরিচালনা করেন হলিউডের অ্যাকশন ফ্রাঞ্চাইজি ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাতোস।
কিন্তু কীভাবে শ্যুটিং হয়েছিল সেই অ্যাকশন দৃশ্যটির?
প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে 'জওয়ান'-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। লেখা হয়েছে ‘The journey of a shot’। ক্য়াপশানে লেখা হয়েছে, 'জওয়ানের সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যগুলির মধ্যে একটি, কীভাবে তৈরি হয়েছে দেখে নিন!
ভিডিয়োটিতে ছবির পরিচালক অ্যাটলি, অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাতোস, স্টান্টম্যান এবং অন্যান্যদের দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, অ্যাকশন ডিরেক্টর ৩-২-১ অ্যাকশন বলার পর একটি গাড়ি দুরন্ত গতিতে ছুটে এসে অপর গাড়িতে ধাক্কা মারে। অপর একটি গাড়ি থেকে ক্যামেরা বসিয়ে শ্য়ুট করা হয়। তবে একটা নয়, শ্যুটিং স্পটে ছিল একাধিক ক্যামেরা। ড্রোন উড়িয়েও কিছু দৃশ্যের শ্যুট করা হয়। নিজেই দেখে নিন, 'জওয়ান'-এর সবথেকে রোমাঞ্চকর দৃশ্যের শ্যুটিং কীভাবে হয়েছে।
ভিডিয়োর নিচে নেটপাড়ার অনেকেই নানান মন্তব্য করেছেন, ‘অত্যাশ্চর্যদের জন্য বড় স্যালুট’। আরও একজন লিখেছেন, ‘রিয়েল লোকেশন, রিয়েল আর্টিস্ট, রিয়েল অ্যাকশন, রিয়েল মেকিং।’, কারোর মন্তব্য, অ্যাটলি ও তাঁর টিমকে হ্যাটস অফ'।
প্রসঙ্গত, শাহরুখের 'জওয়ান' ইতিমধ্যেই দেশীয় বক্স অফিসে ৫৬৬.০৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বিশ্বব্যাপী 'জওয়ান'-এর ব্যবসা ১০০০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে।