হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব তিনি। অজস্র সুপারহিট ছবির চিত্রনাট্য, কাহিনি এবং সংলাপ লিখেছেন এই উর্দু কবি। দর্শক মহলে তাঁর সবচেয়ে বেশি খ্যাতি গীতিকার হিসাবে। এক হাজারেরও বেশি গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
আরও পড়ুন-এক্সট্রা গ্রেভি দিয়ে..’, জানুয়ারিতেই বিয়ে ম্যাডি ইটসের! সুখবর দিতেই নোংরা ট্রোলের মুখে বাঙালি ইউটিউবার
সম্প্রতি তাঁর কলম থেকে বেরিয়ে এসেছে ‘ডাঙ্কি’র নিকলে কভি হাম ঘরসে-র মতো মন ছোঁয়া গান। সম্প্রতি এক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন প্রবীণ শিল্পী। তাঁর লেখা গানের সংকলন নিয়েই ছিল আলোচনা। কাব্য তাঁর রক্তে। সাতপুরুষ ধরে কবিতা চর্চা চলছে তাঁর পরিবারে। জাভেদের মতোই তাঁর সন্তানরাও শিল্প জগতের মানুষ। অনুষ্ঠানে এক ব্যক্তি জাভেদ আখতারের কাছে তাঁর দুই সন্তান ফারহান ও জোয়ার কবিতা সম্পর্কে ভালোবাসার কথা জানতে চান। অকপটে ‘কাল হো না হো’র রচয়িতা বলেন, ‘দুজনেই কবিতা লেখে, তবে ইংরাজিতে। আমি যেমন কবিতা লিখে শুরুতে লুকিয়ে রাখতাম, ওরাও তেমনটাই করে। ফারহান আমাকে শোনায়, জোয়া নিজের বন্ধুদের পড়ে শোনায়। তাঁরা আমাকে বলেছে। সে সরাসরি কোনওদিন আমাকে নিজের কবিতা পাঠ করে শোনায়নি’।