বাংলা নিউজ > বায়োস্কোপ > Javed Akhtar on Farhan Akhtar: মেয়েদের জন্ম সার্টিফিকেটে ধর্ম 'প্রযোজ্য নয়' লিখে রেখেছেন ফারহান! বিস্ফোরক দাবি জাভেদের
পরবর্তী খবর
Javed Akhtar on Farhan Akhtar: মেয়েদের জন্ম সার্টিফিকেটে ধর্ম 'প্রযোজ্য নয়' লিখে রেখেছেন ফারহান! বিস্ফোরক দাবি জাভেদের
1 মিনিটে পড়ুন Updated: 28 Oct 2023, 02:21 PM ISTSubhasmita Kanji
Javed Akhtar on Farhan Akhtar: জাভেদ আখতার সম্প্রতি জানিয়েছেন তাঁর দুই সন্তানই ধর্ম বা ইশ্বর মানে না। তিনি কীভাবে তাঁর সন্তানদের মানুষ করেছেন সেটা জানিয়েছেন।
'ধর্মহীন' ফারহান আখতারের ২ কন্যা!
হিন্দি ছবির অন্যতম জনপ্রিয় লেখক জাভেদ আখতার সম্প্রতি তাঁর সন্তানদের বিষয়ে কথা বললেন। জাভেদ আখতার সেলিম খানের সঙ্গে মিলে একাধিক ছবির স্ক্রিপ্ট এবং গল্প লিখেছেন। তাঁদের লেখা ছবিগুলো আজও সমান জনপ্রিয়। কালজয়ী হয়ে আছে। তবে না, জাভেদ আখতার যে কেবল একজন সুলেখক সেটাই নয় তিনি তাঁর মতামত অত্যন্ত সুস্পষ্ট ভাবে সবার সামনে তুলে ধরতে পারেন, নিজের মতামত দৃঢ়তার সঙ্গে জানাতে পারেন। তাই তিনি অনেকের অনুপ্রেরণা। বহু মানুষ তাঁকে পছন্দ করেন। এখন তিনি ফারহানকে নিয়ে কী বললেন?
ফারহান আখতারকে নিয়ে কী বললেন জাভেদ আখতার?
সাইরাস সেজ শোতে এসে জাভেদ আখতার তাঁর ছেলে ফারহান আখতারের বিষয়ে কথা বললেন। জানালেন তিনি তাঁদের সন্তানদের কেমন শিক্ষা দিয়েছেন। আজীবনের জন্য একাধিক শিক্ষা তিনি ফারহান এবং জোয়া আখতারকে দিয়েছেন বলেও জানান। লেখকের কথা অনুযায়ী বাবা মায়েরা যা বলবে সেটা শুনে তাঁর সন্তানরা চলে না, বরং তাঁরা যেটা ঠিক মনে করেন সেটাই করেন। নিজেদের বোধবুদ্ধি, নৈতিক শিক্ষা যা করতে বলে তাঁরা তাই করেন। ধীরে ধীরে এই জিনিসটা ফারহান এবং জোয়ার জীবনের অঙ্গ হয়ে উঠেছে বলেও তিনি জানান।
জাভেদ আরও জানান তাঁর দুই সন্তান কোনও ধর্মে বিশ্বাস করেন না। এমনকি ফারহান আখতার নাকি তাঁর মেয়েদের জন্মের সার্টিফিকেটের ধর্মের জায়গায় 'প্রযোজ্য নয়' লিখেছেন। ফারহান আখতারের দুই কন্যা শাক্য এবং আকিরা। তাদের দুজনেরই বার্থ সার্টিফিকেটে ধর্মের জায়গা শূন্য।
প্রসঙ্গত প্রথম স্ত্রী হানি ইরানির থেকে জাভেদ আখতারের ২ সন্তান আছেন, ফারহান এবং জোয়া। অন্যদিকে ফারহানের প্রথম পক্ষের স্ত্রীরও দুই সন্তান। অধুনার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি এখন শিবানী দান্দেকরকে বিয়ে করেছেন ২০২২ সালে।