জাভেদ আখতার প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের উচিত শিক্ষা দেন। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হারের পর ফের তাঁদের সঙ্গে লড়াইয়ে নামার চেষ্টা করলেন কেউ কেউ। এ কথা শুনে জাভেদ তাকে তীব্র ভর্ৎসনা করেন। বিরাট কোহলির প্রশংসা করে জাভেদ একটি টুইট করেছিলেন। এ নিয়ে কেউ কেউ তাঁকে ট্রোল করছেন। জাভেদের রিপ্লাইয়ের সঙ্গে কমেন্ট সেকশনে রয়েছে অসংখ্য কমেন্ট।
আরও পড়ুন: ২ মার্চ হচ্ছে সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে, সামনে এল তারই ঝলক, কে কে গাইলেন?
জাভেদ আখতার লেখেন, 'বিরাট কোহলি দীর্ঘজীবী হোক, আমরা তোমার জন্য খুব, খুব গর্বিত। এর উত্তরে এক নেটিজেন মন্তব্য করেন, 'জাভেদ, বাবরের বাবা কোহলি, বলুন জয় শ্রীরাম। এর উত্তরে জাভেদ আখতার বলেন, 'আমি শুধু এটুকুই বলব যে, আপনি নীচ প্রকৃতির মানুষ, আপনি এইভাবেই থেকে যাবেন।
কমেন্ট বক্সে আরও একটি মন্তব্য আছে, আজ সূর্য কোথায় উঠল। আপনি ভিতরে ভিতরে দুঃখ অনুভব করবেন। এই মন্তব্যে জাভেদ আখতার লেখেন, ‘বেটা, তোমার বাবা ও ঠাকুরদা যখন ব্রিটিশদের জুতো চাটছিলেন, তখন তারা আমার মুক্তির জন্য জেলে ছিলেন, নির্বাসনে ছিলেন। আমার শিরায় শিরায় দেশপ্রেমিকের রক্ত আছে, তোমাদের শিরায় শিরায় ইংরেজ ভৃত্যদের রক্ত লেগে আছে। এই পার্থক্য ভুলবেন না।’
আরও পড়ুন: বাড়িতে আচমকাই ঢুকে পড়ে দুষ্কৃতীরা, গুলিবিদ্ধ অভিনেতা, জখম তাঁর স্ত্রী ও মা
আরও পড়ুন: গণবিবাহের আসর, নিজের হাত থেকে বিয়ের বালাজোড়া খুলে নব-দম্পতিকে পরিয়ে দিলেন রবিনা, নেটপাড়া বলছে…
জাভেদের সমর্থনে অনেকে কমেন্ট করেছেন। একজন বলেন, কতটা দুঃখজনক যে একজন প্রবীণ শিল্পীকে অজ্ঞ লোকেরা তাঁর দেশপ্রেমের প্রমাণ দিতে বলছে। আরেকজন লিখেছেন, 'কিছু মানুষ মনের দিক থেকে গরীব, যাদের উন্নতি হবে না স্যার। যাইহোক, আপনি এই লোকদের উপেক্ষা করেন।