গত বুধবার খাদ্যে মারাত্মক বিষক্রিয়ার জেরে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন জাহ্নবী। এখন সুস্থ আছেন শ্রীদেবী কন্যা। আরও পড়ুন-খাদ্য়ে বিষক্রিয়া! মুম্বইয়ের হাসপাতালে ভর্তি জাহ্নবী কাপুর, কেমন আছেন নায়িকা?
জুম সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি নিজের বাড়িতেই রয়েছেন। বাবা বনি কাপুর সংবাদমাধ্য়মকে বলেন, ‘আজ সকালে জাহ্নবীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছে ও।’
মেয়ের অসুস্থতার খবর পেয়েই কলকাতা থেকে ছুটে যান বনি। কঠিন সময়ে বাবা, বোন খুশি কাপুর এবং প্রেমিক শিখর পাহাড়িয়া জাহ্নবীর পাশে ছিলেন। শিখু (শিখরকে এই নামেই ডাকেন জাহ্নবী) তো সারাক্ষণ জাহ্নবীকে আগলে রেখেছেন। গত বুধবার জাহ্নবীকে দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি 'ফুড পয়জনিং'-এর শিকার হয়েছিলেন।
হাসপাতালে জাহ্নবী
আম্বানিদের বিয়েবাড়ির মধ্যমণি হয়ে উঠেছিলেন জাহ্নবী। মঙ্গলবার চেন্নাই থেকে মুম্বই ফিরেছিলেন জাহ্নবী। সেইসময় এয়ারপোর্টে খাবার খান অভিনেত্রী, তারপরই বাড়ি ফিরে অসুস্থবোধ করেন। বুধবার শারীরিক পরিস্থিতি বিগড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আম্বানিদের বিয়েতে শিখরের সঙ্গে জাহ্নবীর রোম্যান্স
ওদিকে আম্বানিদের বিয়েবাড়িতে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন জাহ্নবী। অনন্তের সঙ্গীত সেরেমানি থেকে বিয়ে এবং শুভ আর্শীবাদেও দেখা মিলেছিল শ্রীদেবী কন্যার। কখনও ময়ূর পালকের রঙের পোশাকে, আবার কখনও সোনালি পোশাকে নজরকাড়া লুকে গ্ল্যামারাস জাহ্নবী। কখনও আবার শিখরকে কাঁচি দিয়ে গার্লফ্রেন্ডের ড্রেস কাটতে দেখা গিয়েছে, যাতে নাচে কোনও বাধা না আসে!
আম্বানিদের বিয়েতে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত প্লাস্টিজ সার্জন, ক্লায়েন্ট কোন সেলেব্রিটিরা?
পরবর্তী প্রোজেক্ট
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত 'মিস্টার এন্ড মিসেস মাহি'। ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটিতে দেখা মিলেছিল জাহ্নবীর। আগামিতে জাহ্নবীকে দেখা যাবে 'উলঝ' ছবিতে। যেখানে কূটনীতিবিদের ভূমিকায় অভিনয় করছেন নায়িকা। সুধাংশু সারিয়া পরিচালিত স্পাই থ্রিলারে সুহানা ভাটিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে।
দেশের সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনার হিসাবে কাজে যোগ দেওয়ার পরেই হঠাৎ গায়েব সুহানা। এর পিছনে রয়েছে কোন রহস্য রয়েছে? সেই প্রশ্নের জবাব মিলবে ২রা অগস্ট ছবি মুক্তির পর। এই ছবিতে জাহ্নবীর পাশাপাশি দেখা মিলবে আদিল হুসেন, মেইয়াং চ্যাং, রাজেন্দ্র গুপ্তা এবং জিতেন্দ্র জোশীর।