বিগ বস OTT এর বাড়িতে খেলা জমে জমে উঠেছে। মডেল জাদ হাদিদ মনীষা রানি এবং আকাঙ্ক্ষা পুরি দুজনের সঙ্গে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করছেন। ভক্তরা বুঝতেই পারছেন না তাঁর পছন্দ কাকে। জাদ বারবার আকাঙ্ক্ষাকে অপ্রীতিকর ভাবে স্পর্শ করছেন। লাইভ ক্যামেরায় তাঁর সমস্ত কাণ্ড কারখানা ধরা পড়ছে।
সদ্যই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় সেখানে জাদ এবং আকাঙ্ক্ষাকে বিগ বসের বাড়ির বাগানে দেখা যায়। যদিও এই ঘটনা চলতি সপ্তাহের শুরুর দিকে। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে তাঁরা বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন যখন তখন আচমকাই তাঁর কোমর ধরে কাছে টেনে নেন জাদ। আকাঙ্ক্ষার হাত ধরে রেখেছিলেন জাদ। কিন্তু গোটা ঘটনায় ভীষণ বিব্রতবোধ করেন অভিনেত্রী। তিনি ওঁর হাত ছাড়িয়ে দূরে যাওয়ার চেষ্টা করেন, মুখ ফিরিয়ে নেন।
তারপর তিনি স্পষ্টই বলেন, 'এসব করবেন না।' জাদ তাঁর কথার উত্তরে বলেন, 'কেন?' আকাঙ্ক্ষা বলেন, 'জানি না। আমার এভাবে গা ছোঁয়া পছন্দ নয়। আমাকে এভাবে ছোঁবেন না।'
দর্শকরা ভীষণই ক্ষুব্ধ হয়ে যান জাদের কাণ্ড দেখেন। তাঁরা একদিকে যেমন অভিনেত্রীর প্রশংসা করেন তেমন আরেক দিকে জাদের নিন্দা করেন। এক ব্যক্তি লেখেন, 'খুব ভালো করেছেন আকাঙ্ক্ষা। ওঁকে থামিয়ে একদম ঠিক কাজ করেছেন।' আরেক ব্যক্তি লেখেন, 'জাদ এরম অসভ্য কেন? নোংরামো করেন কেন অনস্ক্রিন? আকাঙ্ক্ষা সহ অন্যান্য মেয়েদের উচিত ওঁর থেকে দূরত্ব বজায় রাখা।' অন্য এক নেট নাগরিক জাদের বিরোধিতা করে বলেন, ' আপনি কী করে কাউকে এভাবে ছুঁতে পারেন তাঁর অনুমতি ছাড়া? অসভ্য লোক একটা। এমন ভাব করছে কেন আকাঙ্ক্ষার জন্য উনি কত পাগল।'
যদিও পরবর্তী পর্বে দেখা যায় অভিনেত্রী এই মডেলের উপর বিশেষ রেগে নেই। জাদ তাঁকে বন্ধুত্বের থেকে বেশি কিছুর কথা বললেন আকাঙ্ক্ষা স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি এখন কোনও সম্পর্কের জন্য বেশি প্রস্তুত নন। তবে অভিনেত্রী যাই বলুন না কেন জাদ জানান আকাঙ্ক্ষা নাকি তাঁর মহিলা ভার্সন। তাঁদের মধ্যে নাকি অনেক মিল।