শাহরুখ খানের মেয়ে সুহানা খানকে সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে। আর বরাবরের মতোই সেই অনুষ্ঠান থেকে বেরনোর সময় পাপারাৎজিরা ঘিরে ধরেন তাঁকে। আর সেই সময় এগিয়ে আসেন জ্যাকি শ্রফ। তিনি নিজেও তো এক মেয়ের বাবা। দেখা যায় সামনে থাকা পাপারাৎজিদের টপকে যাতে সঠিক ভাবে নিজের গাড়িতে গিয়ে ওঠেন সুহানা, তা নিশ্চিত করলেন তিনি। ভিডিয়ো জিতে নিয়েছে নেটপাড়ার মন।
একই অনুষ্ঠানে জ্যাকি ও সুহানাকে
ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো বডি-কন ড্রেস পরে অনুষ্ঠানের এক্সিট এরিয়ার দিকে যাচ্ছেন সুহানা খান। পথে পাপারাজ্জিরা তাঁর নম ধরে ডাকলে সঙ্গে সঙ্গে শাহরুখ-কন্যা সকলের দিকে তাকিয়ে হাসেন ও মাথা নাড়েন। সেই সময় উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফও। দেখা যায় সুহানার ঠিক পিছনে হেঁটে যাচ্ছেন আর উচ্চস্বরে বলছেন, ‘জ্যায়দা লাইট মত মারনা (তার উপর খুব বেশি লাইট ফ্ল্যাশ করবেন না)!’।
সুহানাও বাধ্য বাচ্চার মতো এই মিষ্টি ব্যবহার সম্মান জানায়। পিছন ফিরে ধন্যবাদ জানায় জ্যাকি-আঙ্কেলকে। এমনকী, গাড়িতে বসার আগে পাপারাৎজিদের দিকে তাকিয়েও ধন্যবাদ বলেন তিনি।